চলতি লঙ্কা প্রিমিয়র লিগে থামানো যাচ্ছে না কার্লোস ব্রাথওয়েটকে। এখনও পর্যন্ত টুর্নামেন্টের ৬টি ম্যাচে মাঠে নেমেছেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার। মাত্র ১টি ম্যাচে উইকেটহীন থেকেছেন তিনি। ১টি ম্যাচে ১ উইকেট দখল করেন। বাকি চারটি ম্যাচের মধ্যে ২ বার ৩ উইকেট দখল করেন কার্লোস। এই নিয়ে দ্বিতীয়বার টুর্নামেন্টর এক ম্যাচে ৪ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি।
পাল্লেকেলেতে এলপিএল ২০২২-এর ১৩তম লিগ ম্যাচে জাফনা কিংসের মুখোমুখি হয় ক্যান্ডি ফ্যালকনস। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ক্যান্ডি। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬০ রান তোলে। ফ্যাবিয়ান অ্যালেন আট নম্বরে ব্যাট করতে নেমে দলের হয়ে সব থেকে বেশি ৪৭ রান করেন। এছাড়া পাথুম নিশঙ্কা ১৫, আন্দ্রে ফ্লেচার ৩৫, কামিন্দু মেন্ডিস ১১, আশেন বন্দরা ২৪ ও চামিকা করুণারত্নে ১৮ রান করেন। খাতা খুলতে পারেননি ব্রাথওয়েট।
জাফনার হয়ে দুর্দান্ত বোলিং করেন দুনিথ ওয়েলালাগে, যিনি গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেন। ৪ ওভার বল করে মাত্র ৭ রানের বিনিময়ে ২টি উইকেট নেন তিনি। এবার আইপিএল নিলামে নিশ্চিতভাবেই দুনিথের দিকে নজর থাকবে ফ্র্যাঞ্চাইজিদের। এছাড়া ২টি করে উইকেট দখল করেন দিলশান মদুশঙ্কা, ওয়াকার ও জেমস ফুলার।
জবাবে ব্যাট করতে নেমে জাফনা কিংস ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫০ রানে আটকে যায়। ১০ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ হারে তারা। সাদিরা সমরাবিক্রমে ৪৮ ও আবিষ্কা ফার্নান্ডো ৩৩ রান করেন। ব্রাথওয়েট ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। টুর্নামেন্টের ৬ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা দাঁড়ায় ১৫টি। ২টি উইকেট নেন হাসারাঙ্গা। অ্যালেন নিয়েছেন ১টি উইকেট। ম্যাচের সেরা হয়েছেন ফ্যাবিয়ান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।