বাংলা নিউজ > ময়দান > LPL 2022: ৪ ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ইডেনে, ব্রাথওয়েট ক্যান্ডিকে জেতালেন ৪ উইকেট নিয়ে

LPL 2022: ৪ ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ইডেনে, ব্রাথওয়েট ক্যান্ডিকে জেতালেন ৪ উইকেট নিয়ে

উইকেট নেওয়ার পরে উচ্ছ্বসিত ব্রাথওয়েট। ছবি- শ্রীলঙ্কা ক্রিকেট।

Lanka Premier League: লঙ্কা প্রিমিয়র লিগের ম্যাচে গল গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয় ক্যান্ডি ফ্য়ালকনস।

কলকাতার ইডেন গার্ডেন্সে টানা চারটি ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজকে ২০১৬-য় টি-২০ বিশ্বকাপ জিতিয়েছিলেন কার্লোস ব্রাথওয়েট। সেই ঘটনা ক্রিকেটের লোকগাথায় চিরকালীন জায়গা করে নিয়েছে। ক্রমে আন্তর্জাতিক ক্রিকেটের মূল স্রোত থেকে হারিয়ে গেলেও ক্যারিবিয়ান অল-রাউন্ডার যে এখনও ম্যাচ জেতাতে ভুলে যাননি, তার প্রমাণ দিলেন লঙ্কা প্রিমিয়র লিগে। এবার একাই চার উইকেট নিয়ে লঙ্কা প্রিমিয়র লিগে ক্য়ান্ডি ফ্যালকনসকে জয় এনে দিলেন ব্রাথওয়েট। যদিও তাঁর চার উইকেট নেওয়া পরপর চার বলে নয়।

হাম্বান্তোতায় চলতি লঙ্কা প্রিমিয়র লিগের চতুর্থ ম্যাচে গল গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হয় ক্যান্ডি। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে গল। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২১ রান তোলে।

আরও পড়ুন:- ৫০ ওভারের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে দুরন্ত নজির রাঘবির, ৪০০ টপকে প্রতিপক্ষকে ২৮ রানে গুটিয়ে দিল তাঁর দল

দলের হয়ে সব থেকে বেশি ৪০ রান করেন সুবাসিংহে। এছাড়া ইমদ ওয়াসিম ৩৯ বলে ৩৪ রানের ধীর ইনিংস খেলে সাজঘরে ফেরেন। খাতা খুলতে পারেননি ইফতিকার আহমেদ। কুশল মেন্ডিস আউট হন ১৪ রান করে। আজম খান ও ওয়াহাব রিয়াজের অবদান যথাক্রমে ১ ও ৯ রান।

ব্রাথওয়েট ৪ ওভারে ১টি মেডেন-সহ মাত্র ১৪ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন। ২টি উইকেট নেন জাহুর খান। ১টি করে উইকেট পকেটে পোরেন ইসুরু উদানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

আরও পড়ুন:- IND vs BAN: ডুবন্ত জাহাজ ছেড়ে পালাননি ক্যাপ্টেন, চোট নিয়েও শেষ বল পর্যন্ত লড়লেন রোহিত

জবাবে ব্যাট করতে নেমে ক্যান্ডি ১৫ ওভারে ৫ উইকেটের বিনিমেয় ১২৩ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩৪ বলে ৪৪ রান করেন কামিন্দু মেন্ডিস। পাথুম নিশঙ্কা ২২ ও আন্দ্রে ফ্লেচার ২০ রানের যোগদান রাখেন। ব্রাথওয়েট ৪ রান করে নট-আউট থাকেন। দুরন্ত বোলিংয়ের সুবাদে ম্যাচের সেরা হয়েছেন কার্লোস।

বন্ধ করুন