লঙ্কা প্রিমিয়ার লিগে (LPL 2022) জয়ের সরণিতে ফিরল ক্যান্ড ফ্যালকনস। ডাম্বুলা অরোকে ৭৭ রানে গুঁড়িয়ে দিলেন চামিকা করুণারত্নেরা। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন কামিন্দু মেন্ডিস। যিনি ৪০ বলে ৫৮ রান করেন।
মঙ্গলবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্যান্ডির অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। শুরু থেকেই ম্যাচে একেবারে দাপটের সঙ্গে খেলতে থাকে ক্যান্ডি। প্রথম উইকেটে ৫.৫ ওভারে ৪৮ রান যোগ করেন পাথুম নিশঙ্কা এবং আন্দ্রে ফ্লেচার। পাওয়ার প্লে শেষ হওয়ার একেবারে আগে নিশঙ্কা আউট হয়ে গেলেও ক্যান্ডির ছন্দপতন হয়নি। নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৯৩ রান তোলেন ওয়ানিন্দুরা।
প্রত্যেক ব্যাটারই কম-বেশি অবদান রাখেন। ৩১ বলে ৪৪ রান করেন ফ্লেচার। ৪০ বলে ৫৮ রান করেন মেন্ডিস। ২২ বলে অপরাজিত ৪২ রান করে আশেন বান্ডারা। আট বলে অপরাজিত ১৬ রান করেন নাজিবুল্লাহ জারদান। অন্যদিকে, ডাম্বুলার কোনও বোলারই সেভাবে দাগ কাটতে পারেনি। একটি করে উইকেট নেন প্রমোদ মধুশন এবং চতুরঙ্গ ডি সিলভা।
সেই রান তাড়া করতে নেমে ডাম্বুলা শুরুটা মারকুটে ভঙ্গিতে করার চেষ্টা করলেও বেশিক্ষণ তা স্থায়ী হয়নি। তৃতীয় ওভারের প্রথম বলেই প্রথম উইকেট হারায় ডাম্বুলা। ওই সময় সাত বলে দু'রানে তিন উইকেট পড়ে যায়। অর্থাৎ দুই ওভারে বিনা উইকেটে ২৩ রান থেকে ডাম্বুলার স্কোর ৩.১ ওভারে দাঁড়ায় তিন উইকেটে দাঁড়ায় ২৫ রান। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি ডাম্বুলা।
আরও পড়ুন: LPL 2022: বিধ্বংসী মেজাজে অ্যাঞ্জেলো ম্যাথিউ, তবু ৬ রানে কিংসের কাছে হারল কলম্বো
বরং দাসুন শানাকা এবং ভানুকা রাজাপক্ষের মতো ব্যাটার থাকলেও ডাম্বুলার পরিস্থিতি আরও খারাপ হয়। ৫.২ ওভারে ডাম্বুলার স্কোর ৪২ রানে পাঁচ উইকেট দাঁড়ায়। তাও রাজাপক্ষে যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ কিছুটা সুযোগ ছিল ডাম্বুলার। তিনি আউট হওয়ার পর ডাম্বুলার কফিনে শেষ পেরেক পড়ে যায়।শেষপর্যন্ত ১৪.২ ওভারে ১১৬ রানে অল-আউট হয়ে যায়।
ক্যান্ডির হয়ে দুর্দান্ত বোলিং করেন দুই ক্যারিবিয়ান। তিন ওভারে ২৫ রান দিয়ে তিন উইকেট নেন কার্লোস ব্র্যাথওয়েট। ১.২ ওভারে পাঁচ রান দিয়ে দু'উইকেট নেন ফ্যাবিয়ান অ্যালেন। দুই ওভারে ১১ রানে দু'উইকেট নেন চামিকা করুণারত্নে। তিন ওভারে তিন উইকেট নেন চামিন্দু উইজেসিংহে। ২৫ রান খরচ করেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।