বল হাতে ১১ রানে চার উইকেট, ব্যাট হাতে ৩০ বলে ৫২ রানের ম্যাচ জেতানো ইনিংস - লঙ্কা প্রিমিয়ার লিগে ইতিহাসে অন্যতম সেরা পারফরম্যান্স তুলে ধরলেন ম্যাথু ফোর্ডে। তাঁর সৌজন্যেই ৩৪ বল বাকি থাকতে গল গ্ল্যাডিয়েটর্সকে চার উইকেটে হারাল ডাম্বুলা অরা। যথারীতি ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন ফোর্ডে।
সোমবার কলম্বোয় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে একেবারেই ভালো শুরু করতে পারেনি গল। চতুর্থ ওভারের শেষ দুই বলে দু'উইকট পড়ে যায়। তখন গলের স্কোর ছিল চার ওভারে ২০ রানে দুই উইকেট। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেননি কুশল মেন্ডিসরা। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। গড়ে ওঠেনি কোনও জুটি। তার ফলে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১২৯ রানের বেশি তুলতে পারেনি গল।
কিন্তু নুওয়ানিডু ফার্নান্দো না থাকলে গল ১০০ রানের গণ্ডিও পার করতে পারত না। একমাত্র তিনিই কিছুটা চেষ্টা করেছিলেন। চারিদিকে যখন পরপর উইকেট পড়ছে এবং কেউ দাঁড়াতে পারছেন না, তখন ৪২ বলে অপরাজিত ৬৩ রানের ইনিংস খেলে গলের বোলারদের হাতে কিছুটা রানের পুঁজি দেন। অন্যদিকে, ডাম্বুলার হয়ে চার ওভারে ১১ রান দিয়ে চার উইকেট নেন ফোর্ডে। একটি করে উইকেট পান লাহিরু মধুশঙ্কা, নুর আহমেদ, দিলুম সুধীরা এবং সিকন্দর রাজা।
আরও পড়ুন: ভিডিয়ো: ভাগ্য খারাপ শোয়েব মালিকের! বল লাগতেই ভেঙে গেল হেলমেট, তারপর ঘটল ঐতিহাসিক ঘটনা
ডাম্বুলার রান তাড়া
স্বল্পরানের পুঁজি তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ডাম্বুলা। উইকেট হারায় প্রথম ওভারেই। তৃতীয় ওভারে পড়ে যায় আরও এক উইকেট। সেইসময় ২.২ ওভারে ডাম্বুলার স্কোর ছিল দুই উইকেট ১১ রান। তারপর ডাম্বুলার ইনিংসের হাল ধরেন ওপেনার জর্ডন কক্স এবং ওয়েস্ট ইন্ডিজের তরুণ প্রতিভা ফোর্ডে। যিনি ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যশস্বী জয়সওয়ালদের ‘ব্যাচমেট’ ছিলেন।
আরও পড়ুন: LPL-এ ফের ঝোড়ো হাফ-সেঞ্চুরি KKR-এর নতুন তারার, ব্যাট হাতে IPL মাতানোর ইঙ্গিত দিলেন তরুণ ওপেনার
দু'জনেই আক্রমণাত্মক ছন্দে খেলতে থাকেন। তৃতীয় উইকেটের জুটিতে ৭৯ রান যোগ করেন তাঁরা। ২১ বলে ৩৪ রান করে যখন জর্ডন আউট হয়ে যান, তখন ডাম্বুলার স্কোর ছিল ৯.১ ওভারে ৯০ রানে তিন উইকেট। পরের ওভারেই ড্রেসিংরুমে ফেরেন ফোর্ডে। তারপর আরও দুটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ডাম্বুলা। শেষপর্যন্ত ছয় উইকেটে সহজ জয় ছিনিয়ে নেয়।