সোমবার লঙ্কা প্রিমিয়ার লিগের ম্যাচে জাফনা কিংস এবং কলম্বো স্টারস মুখোমুখি হয়েছিল। দুই দল মিলিয়ে ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউ। সেই সঙ্গে তিনি বিধ্বংসী মেজাজে ব্যাট করেছেন। তাঁর মতো দুরন্ত ব্যাটিং ম্যাচে আর কেউ করতে পারেননি। ৩৮ বলে অপরাজিত ৭৩ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। তবু দলকে জেতাতে ব্যর্থ হন ম্যাথিউ। ৬ রানে হেরে যায় তাঁর দল কলম্বো স্টারস।
আরও পড়ুন: মাত্র ২০ বলে হাফ-সেঞ্চুরি, LPL-এ ঝড় তুলে KKR-কে আশ্বস্ত করলেন তারকা ওপেনার
টসে জিতে কিংসকে ব্যাট করতে পাঠিয়েছিল কলম্বো। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান করে জাফনা কিংস। কিংসের কোনও প্লেয়ারই অর্ধশতরানও করেনি। তবু তারা মিলিত ভাবে ১৭৮ রান করে ফেলে। যেটা টি-টোয়েন্টিতে খুব কম স্কোর নয়। শোয়েব মালিক সর্বোচ্চ ২৬ বলে ৩৫ রান করেন। এ ছাড়াও ৩২ করে রান করেছেন অভিষ্কা ফার্নান্দো এবং সামারাবিক্রম। ২৯ রান করেন থিসারা পেরেরা। ২৭ করেন আসান রন্ডিকা।
কলম্বোর বেনি হাওয়েল ২ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন নবীন উল হক এবং ডমিনিক ড্রেকস।
আরও পড়ুন: ৪ ছক্কায় ম্যাচ জিতিয়েছিলেন ইডেনে, ব্রাথওয়েট ক্যান্ডিকে জেতালেন ৪ উইকেট নিয়ে
জবাবে রান করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট হারাতে থাকে কলম্বো। ৪৮ রানে তারা ৬ উইকেট হারিয়ে বসে থাকে। ৬৭ রানের মাথায় পড়ে সপ্তম উইকেট। তবে দলের হাল ধরেন ছয়ে ব্যাট করতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউ এবং নয়ে ব্যাট করতে নামা হাওয়েল। তাঁরাই কলম্বোকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে থাকেন। অষ্টম উইকেটে ৯০ রানের পার্টনারশিপ করে ফেলেন ম্যাথিউ এবং হাওয়েল। তবে ২০ বলে ৪৩ রান করে হাওয়েল আউট হলে ধাক্কা খায় কলম্বো। যদিও ৩৮ বলে ৭৩ করে অপরাজিত থাকেন ম্যাথিউ অ্যাঞ্জেলো। তাঁর ইনিংসে রয়েছে ৮টি চার, তিনটি ছয়। তবে নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রানেই শেষ হয়ে যায় কলম্বোর ইনিংস। ব্যর্থ হয় অ্যাঞ্জেলো ম্যাথিউ-এর লড়াই।
কিংসের জেমস ফুলার এবং বিজয়কান্ত ভিয়াসকান্ত ২টি করে উইকেট নিয়েছেন। থিসারা পেরেরা, মহেশ থিকসানা, অসিথা ফার্নান্দো ১টি করে উইকেট নিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।