বাংলা নিউজ > ময়দান > LPL 2022: মাত্র ২০ বলে হাফ-সেঞ্চুরি, লঙ্কা প্রিমিয়র লিগে ঝড় তুলে KKR-কে আশ্বস্ত করলেন তারকা ওপেনার

LPL 2022: মাত্র ২০ বলে হাফ-সেঞ্চুরি, লঙ্কা প্রিমিয়র লিগে ঝড় তুলে KKR-কে আশ্বস্ত করলেন তারকা ওপেনার

হাফ-সেঞ্চুরি গুরবাজের। ছবি- এলপিএল টুইটার।

Lanka Premier League 2022: ভুল লোককে দলে নেয়নি, তারকা উইকেটকিপার-ব্যাটসম্যানের মারকাটারি ইনিংস দেখে আশ্বস্ত হতে পারে কলকাতা নাইট রাইডার্স।
  • লঙ্কা প্রিমিয়র লিগে সব থেকে বেশি দলগত ইনিংসের রেকর্ড গড়ে জাফনা কিংস।
  • আইপিএলের আঙিনায় মাথা গলিয়ে দেন গত মরশুমেই। যদিও এখনও মাঠে নামা হয়নি। একটিও আইপিএল ম্যাচ না খেলেই ইতিমধ্যে দল বদলে ফেলেছেন রহমানউল্লাহ গুরবাজ। গুজরাট টাইটানস শিবিরে প্রতিভার অপচয় হচ্ছে বুঝেই কেকেআর এবছর ট্রেড উইন্ডো দিয়ে দলে নেয় আফগান তারকাকে। আসন্ন আইপিএল নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স আশ্বস্ত হতে পারে এই ভেবে যে, ভুল লোককে দলে নেয়নি তারা।

    আন্তর্জাতিক ও ঘরোয়া টি-২০ ক্রিকেটে ব্যাট হাতে অত্যন্ত ধারাবাহিক আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান গুরবাজ। বিশেষ করে টপ অর্ডারে ব্যাট হাতে কতটা ধ্বংসাত্মক রূপ নিতে পারেন তিনি, লঙ্কা প্রিমিয়র লিগে সেটা ফের প্রমাণ করলেন রহমানউল্লাহ। জাফনা কিংসের হয়ে ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ২০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

    ডাম্বুলার বিরুদ্ধে ওপেন করতে নেমে গুরবাজ শেষমেশ ৩৫ বলে ৭৩ রানের মারকাটারি ইনিংস খেলে মাঠ ছাড়েন। মারেন ৭টি চার ও ৫টি ছক্কা। মূলত গুরবাজের এমন দুর্দান্ত ইনিংসে ভর করেই ডাম্বুলাকে হাই-স্কোরিং ম্যাচে ৫১ রানে পরাজিত করে জাফনা।

    আরও পড়ুন:- LPL 2022: ৪ ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ইডেনে, ব্রাথওয়েট ক্যান্ডিকে জেতালেন ৪ উইকেট নিয়ে

    পাল্লেকেলেতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে জাফনা। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৪০ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। লঙ্কা প্রিমিয়র লিগের ইতিহাসে এটিই সব থেকে বেশি রানের দলগত ইনিংসের রেকর্ড।

    আরও পড়ুন:- Lanka Premier League 2022: লঙ্কা লিগের শুরুতেই হ্যাটট্রিক RCB তারকার! সেঞ্চুরি IPL-এ না খেলা প্লেয়ারের

    রহমানউল্লাহর হাফ-সেঞ্চুরি ছাড়া ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন অবিষ্কা ফার্নান্ডো। তিনি ৩০ বলে ৫৪ রান করেন। শোয়েব মালিক ৫টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ৩২ রান করে মাঠ ছাড়েন।

    পালটা ব্যাট করতে নেমে ডাম্বুলা ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৮৯ রানে আটকে যায়। দাসুন শানাকা ৪৪ ও ভানুকা রাজাপক্ষে ৩৮ রান করেন। ২২ রানে ৪টি উইকেট নেন বিনুরা ফার্নান্ডো। ম্যাচের সেরা হন গুরবাজ।

    বন্ধ করুন