টুর্নামেন্টের প্রথম ৩ ম্যাচে ওয়ানিন্দু হাসারাঙ্গা সংগ্রহ করেন মোটে ১টি উইকেট। অর্থাৎ, ২টি ম্যাচে তিনি উইকেটহীন থাকেন। চলতি লঙ্কা প্রিমিয়র লিগের শেষ ২টি ম্যাচে হাসারাঙ্গা তুলে নেন সাকুল্যে ৭টি উইকেট। চতুর্থ ম্যাচে ৩টি এবং পঞ্চম ম্যাচে ৪টি উইকেট নেন তিনি।
প্রথম তিন ম্যাচের ২টি ইনিংসে ব্যাট করতে নেমে হাসারাঙ্গা মোট ১৮ রান সংগ্রহ করেন। ২টি ইনিংসেই ব্যক্তিগত ৯ রানের মাথায় আউট হন তিনি। তবে শেষ ২টি ম্যাচে ব্যাট করতে নেমে ২টি হাফ-সেঞ্চুরি করেন ওয়ানিন্দু। সুতরাং, চলতি লঙ্কা প্রিমিয়র লিগের বয়স যত গড়াচ্ছে, স্বমহিমায় ফিরছেন হাসারাঙ্গা।
গত ম্যাচে জাফনা কিংসের বিরুদ্ধে ৪ ওভার বল করে ৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন হাসারাঙ্গা। পরে ব্যাট হাতে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২২ বলে ৫২ রানের মারকাটারি ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ব্যাটে-বলে এমন দুর্দান্ত পারফর্ম্যান্সে বি-লাভ ক্যান্ডিকে ম্যাচ জেতান হাসারাঙ্গা এবং ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন তিনি।
এবার গল টাইটানসের বিরুদ্ধে প্রথমে ব্যাট হাতে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৬৪ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলেন হাসারাঙ্গা। তিনি ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ১৮ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। পরে ৩.৪ ওভার বল করে হাসারাঙ্গা ১৭ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। বি-লাভ ক্যান্ডিকে ফের কার্যত একার হাতে ম্যাচ জিতিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন ওয়ানিন্দু।
বি-লাভ ক্যান্ডি বনাম গল টাইটানস ম্যাচের গতিপ্রকৃতি:-
পাল্লেকেলেতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ক্যান্ডি। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০৩ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। হাসারাঙ্গার হাফ-সেঞ্চুরি ছাড়া ফখর জামান ৪৫, অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৪০, দীনেশ চণ্ডীমল ২৫ ও মহম্মদ হ্যারিস ১৭ রান করেন। ২টি উইকেট নেন গলের লাহিরু সমরাকুন। শাকিব আল হাসান ৩ ওভারে ৩১ রান খরচ করেও কোনও উইকেট পাননি।
আরও পড়ুন:- ছুটির মাঝে ক্রিকেট নয়, আমেরিকার রাস্তায় নেচে ফাটাচ্ছেন জাদেজা- ভিডিয়ো
পালটা ব্যাট করতে নেমে গল ১৬.৪ ওভারে মাত্র ১১৪ রানে অল-আউট হয়ে যায়। ৮৯ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে ক্যান্ডি। লাহিরু সমরাকুন ৩৬, লসিথ ক্রুসপুল্লে ২৭ ও আশান প্রিয়ঞ্জন ২৫ রান করেন। শাকিব ১১ রান করে আউট হন। হাসারাঙ্গার ৪ উইকেট ছাড়া ক্যান্ডির হয়ে ৩টি উইকেট নেন নুয়ান প্রদীপ ও ২টি উইকেট দখল করেন মুজিব উর রহমান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।