শুভব্রত মুখার্জি: স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা থেকে বাধ্য হয়েই উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ পা রেখেছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদে। প্রায় অর্ধেস বেতনে যোগ দিয়েছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদে। তারপর দীর্ঘ স্মৃতি রয়েছে ক্লাবের সঙ্গে। এবার চোখের জলে সেই অ্যাটলেটিকো মাদ্রিদকে বিদায় জানালেন সুয়ারেজ।
অ্যাটলেটিকো মাদ্রিদকে বিদায় জানাতে গিয়ে বাধ ভাঙল চোখের জল। বিদায়বেলায় ভীষণরকম আবেগপ্রবণ হয়ে পড়লেন লুইস সুয়ারেজ। লা লিগায় সেভিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে অ্যাটলেটিকো মাদ্রিদ। এটাই ক্লাবের হয়ে শেষ ম্যাচ ছিল ক্লাবে উরুগুইয়ান স্ট্রাইকারের। বার্সা থেকে একরাশ অবমাননা নিয়ে যে ক্লাবে যোগ দিয়ে সব অবমাননার জবাব দিয়েছিলেন সেই ক্লাব ছাড়ার দিনেই বাঁধ ভাঙল তার চোখের জল।
লা লিগার ক্রমতালিকায় সেরা চারে থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ পরের মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেই ক্লাবকে আলবিদা জানালেন তিনি। সেভিয়া ম্যাচের পুরো ফোকাসই ছিল সুয়ারেজের দিকে। ম্যাচে প্রথম একাদশেই ছিলেন তিনি। ৬৫ মিনিটে দল ১-০ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় সুয়ারেজকে তুলে নেন কোচ দিয়েগো সিমিওনে। রিজার্ভ বেঞ্চে বসেই কাঁদতে শুরু করেন আবেগি সুয়ারেজ। টিভিতে ধরা পড়ে যায় বারবার তোয়ালে দিয়ে মুখ ঢাকার চেষ্টা করা সুয়ারেজ।
প্রসঙ্গত গত মরশুমে বার্সেলোনা থেকে ফ্রি এজেন্ট হিসেবে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন সুয়ারেজ। ৩৮ ম্যাচে ২১ গোল করেছেন। অ্যাটলেটিকো মাদ্রিদের লিগ শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন। তবে চলতি মরশুম তার একেবারেই ভালো যায়নি। ফলে তাকে ধরে না রাখার সিদ্ধান্ত নেয় ক্লাব।
সুয়ারেজের বিদায়বেলায় ওয়ান্ডায় বিশাল এক ব্যানার টানান সমর্থকরা যাতে লেখা ছিল, ‘আমাদের চ্যাম্পিয়ন বানানোর জন্য ধন্যবাদ লুচো।’ ৩৫ বছর বয়সি সুয়ারেজের পরবর্তী গন্তব্য কোথায়, তা এখনও নিশ্চিত অরে জানা যায়নি। তবে গুঞ্জন নিজের দেশ উরুগুয়ের ক্লাবে কেরিয়ারের শেষ করতে পারেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।