বাংলা নিউজ > ময়দান > দুইয়ে দুই! হ্যাজার্ডের পেনাল্টি মিস সত্ত্বেও সেল্টাকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

দুইয়ে দুই! হ্যাজার্ডের পেনাল্টি মিস সত্ত্বেও সেল্টাকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

সেল্টা ভিগোর বিরুদ্ধে সহজ জয়ে লা-লিগা শীর্ষে রিয়াল মাদ্রিদ

ম্যাচের ২৩ মিনিটে ফের একবার স্পট কিক থেকেই সেল্টা ভিগোকে সমতায় ফেরান ইয়াগো আসপাস। ম্যাচের ৪১ মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে থেকে উঁচু করে নেওয়া শটে অনবদ্য একটি গোল করে রিয়ালকে লিড এনে দেন লুকা মদ্রিচ। বিরতিতে যাওয়ার সময় ২-১ ফলে এগিয়ে ছিল রিয়াল।

শুভব্রত মুখার্জি: দীর্ঘদিনের সঙ্গী ব্রাজিলিয়ান কাসেমেরো রিয়াল ছেড়ে পা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এমন আবহেই স্প্যানিশ লা লিগাতে সেল। টা ভিগোর বিরুদ্ধে খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে সহজ জয় পেয়ে তারা চলে গেল লিগ শীর্ষে। উল্লেখ্য আলমেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে প্রথমে গোল হজম করে বিপাকে পড়েছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় ম্যাচে সেই ভুল আর তারা করেনি। ফলে ম্যাচ জিতে আপাতত টেবিলের শীর্ষে উঠে এল কার্লো আনচেলত্তির ছেলেরা।

আরও পড়ুন: 'টাইপিংয়ের ভুলে ডোপিংয়ের দোষ', অবসাদ কাটিয়ে ফেরার লক্ষ্যে মীরার 'পার্টনার' চানু

সেল্টা ভিগোর মাঠে খেলতে গিয়ে রিয়াল জিতল ৪-১ গোলে। একটি করে গোল করেছেন করিম বেঞ্জেমা, লুকা মদ্রিচ, ভিনিসিয়াস জুনিয়র ও ফেডে ভালভার্দে। শেষ দিকে ইডেন হ্যাজার্ড একটি পেনাল্টি মিস না করলে রিয়ালের জয়ের ব্যবধান বাড়তে পারতো। ম্যাচের ১৪ মিনিটেই পেনাল্টি থেকে রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন করিম বেঞ্জেমা। ডেভিড আলবার শট ডি-বক্সের মধ্যে ডিফেন্ডার রেনাটো তাপিয়ার হাতে লাগলে ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। সেখান থেকে মরশুমের প্রথম গোল করেন বেঞ্জেমা।

ম্যাচের ২৩ মিনিটে ফের একবার স্পট কিক থেকেই সেল্টা ভিগোকে সমতায় ফেরান ইয়াগো আসপাস। ম্যাচের ৪১ মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে থেকে উঁচু করে নেওয়া শটে অনবদ্য একটি গোল করে রিয়ালকে লিড এনে দেন লুকা মদ্রিচ। বিরতিতে যাওয়ার সময় ২-১ ফলে এগিয়ে ছিল রিয়াল।

দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটের মাথায় রিয়ালের হয়ে তৃতীয় গোল করেন ভিনিসিয়াস। ৬৬ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন ফেডে ভালভার্দে। ৮৭ মিনিটের সময় রিয়ালের হয়ে পেনাল্টি মিস করে জয়ের ব্যবধান বাড়াতে ব্যর্থ হন হ্যাজার্ড।এই জয়ের পর দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.