পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন কটাক্ষ করলেন ভারতীয় দাবাড়ু ডি গুকেশ এবং চিনের ডিং লিরেনকে। তিনি মনে করছেন বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের মঞ্চে খেলার মতো দক্ষতা দেখা যাচ্ছে না তাঁদের মধ্যে। কার্লসেন জানান, এই দু’জন দাবাড়ুর লড়াই দেখে মনেই হচ্ছে না তাঁরা বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের প্রতিযোগী। এখনও পর্যন্ত ১২টি গেম খেলে নিয়েছেন গুকেশ এবং লিরেন। খেলার ফলাফল রয়েছে ৬-৬। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে এখনও ২টি গেম বাকি রয়েছে তাঁদের। তারপরেই জানা যাবে কে হবেন বিশ্ব চ্যাম্পিয়ন।
তবে গুকেশ এবং লিরেনের খেলা দেখে হতাশ হয়েছেন ম্যাগনাস কার্লসেন। তিনি জানান, তাঁদের খেলা দেখে তাঁর মনে হয়েছে এটা যেন কোনও ওপেন টুর্নামেন্টের দ্বিতীয়-তৃতীয় রাউন্ডের খেলা চলছে। কার্লসেন এও দাবি করেন যে, গুকেশ লিরেনের জেতার পথ সোজা করে দিচ্ছেন। এক পডকাস্টে তিনি বলেন, ‘এটি দুই বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রতিযোগীর মধ্যে খেলার মতো দেখাচ্ছে না। এটা দেখে মনে হচ্ছে হয়তো কোনও ওপেন টুর্নামেন্টের দ্বিতীয় বা তৃতীয় রাউন্ড। এটি এমন একটি মঞ্চ যেখানে আপনি ধীরে শুরু করবেন কিন্তু তারপর পরপর ম্যাচ জিততে থাকবেন।’
লিরেন সম্পর্কে বলতে গিয়ে কার্লসেন বলেন, ‘এই পুরো খেলায় ডিংকে একটি লাইনও গণনা করতে হয়নি। সে শুধুমাত্র অবস্থানগত বোঝাপড়ার উপর ভিত্তি করে পুরো খেলাটি খেলে গেছে, যা ও খুব ভালো পারে।’ তিনি জানান, গুকেশের পয়েন্ট অ্যাডভান্টেজ কাজে লাগানো উচিত ছিল। কার্লসেন বলেন, ‘আপনাকে প্রতিপক্ষের উদ্দেশে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে। তবেই ভুল করবে সে। আপনি যদি গুকেশের মতো খেলেন তাহলে প্রতিপক্ষের জন্য পয়েন্ট বানানো সহজ হয়ে উঠবে এবং সে জয় ছিনিয়ে নেবে।’ কার্লসেন মনে করছেন এই মুহূর্তে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ডিং লিরেন। তিনি বলেন, ‘উন্মাদনাপূর্ণ গেমের পরে ডিং চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে এগিয়ে। যদিও মনস্তাত্ত্বিকভাবে উভয় খেলোয়াড়ের জন্য এটি কঠিন হতে চলেছে।’
আমেরিকান গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরাও কার্লসেনের সঙ্গে একমত হয়ে বলেছেন, ‘আমি মনে করি ডিং-এর উপর খুব কম চাপ রয়েছে, কারণ কম সময়ের ফর্ম্যাটে তার জয়ের সম্ভাবনা সব সময় বেশি থাকে। তাই তার সুবিধা আছে এতে কোনও সন্দেহ নেই।’ উল্লেখ্য, ১২ নম্বর গেমের পরে গুকেশ এবং লিরেনের মধ্যে স্কোর ৬-৬ এ টাই রয়েছে। বর্তমানে তাঁদের দু’জনেরই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সমান সুযোগ রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।