বাংলা নিউজ > ময়দান > Maharaja T20 Trophy: দায়িত্ব নিয়ে ম্যাচ জেতালেন অনামি ক্রিকেটার, তবু সেরার পুরস্কার দেওয়া হল স্টার ইমেজের পাডিক্কালকে

Maharaja T20 Trophy: দায়িত্ব নিয়ে ম্যাচ জেতালেন অনামি ক্রিকেটার, তবু সেরার পুরস্কার দেওয়া হল স্টার ইমেজের পাডিক্কালকে

রোহন পাতিল। ছবি- কেএসসিএ।

মহারাজা টি-২০ ট্রফিতে ব্যাট হাতে দুর্দান্ত লড়াই বছর কুড়ির উঠতি ক্রিকেটারের, যদিও স্বীকৃতি পেল না তাঁর প্রচেষ্টা।

দলের জয়ে দেবদূত পাডিক্কালের বড়সড় অবদান রয়েছে। তবে ব্যাট হাতে কোনও অংশে কম অবদান রাখেননি অনামি রোহন পাতিল। দায়িত্ব নিয়ে দলকে ম্যাচ জিতিয়ে তবেই মাঠ ছাড়েন বছর কুড়ির বাঁ-হাতি ব্যাটসম্যান। স্ট্রাইক-রেটের নিরিখে পাডিক্কালের থেকেও ধংসাত্মক মেজাজে ব্যাট করেন। তা সত্ত্বেও ম্যাচের সেরার পুরস্কার উঠল ইতিমধ্যেই তারকা বনে যাওয়া দেবদূতের হাতে। স্বীকৃতি পেল না উঠতি ক্রিকেটারের লড়াই।

মহারাজা টি-২০ ট্রফিতে হুবলি টাইগার্সের বিরুদ্ধে ম্যাচ ছিল গুলবার্গ মিস্টিকসের। প্রথমে ব্যাট করে হুবলি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৫ রান সংগ্রহ করে। লুবনিথ সিসোদিয়া ৩০, মহম্মদ তাহা ১৫, তুষার সিং ৪২, জ্ঞানেশ্বর নবীন ২৪ ও অভিমন্যু মিঠুন ৫ রান করেন।

২টি করে উইকেট নেন অভিলাষ শেট্টি, মনোজ ভান্ডেজ ও রিতেশ ভটকল। ১টি করে উইকেট নেন কাভেরাপ্পা ও অজিত কার্তিক।

আরও পড়ুন:- Maharaja T20 Trophy: মাত্র ৪৮ বলে সেঞ্চুরি, মায়াঙ্ক আগরওয়াল বোঝালেন, তিনি ছন্দে থাকলে কোনও টার্গেটই নিরাপদ নয়

পালটা ব্যাট করতে নেমে গুলবার্গ ১৬.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৬ রান তুলে নেয়। ৪৭ বলে ৬২ রান করে আউট হন পাডিক্কাল। তিনি ৮টি চার ও ২টি ছক্কা মারেন। রোহন পাতিল ৪০ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। এছাড়া জেশ্বত আচার্য ১৭ রান করে নট-আউট থাকেন। ২০ বল বাকি থাকতে ম্যাচ জেতে গুলবার্গ।

আরও পড়ুন:- Maharaja T20 Trophy: ৯১ নট-আউট, কাউকে দরকার হল না, টেস্টে ৩০০ করা ভারতীয় তারকা একাই জেতালেন T20 ম্যাচ

উল্লেখ্য, রোহন ঠিক আগের ম্যাচেই মহীশূর ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৪৭ বলে অপরাজিত ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ জেতান গুলবার্গ মিস্টিকসকে। সেই ম্যাচে তিনি ১৫ বলে হাফ-সেঞ্চুরি করেন এবং মাত্র ৩৮ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন