রাজকীয় ইনিংস খেলে বেঙ্গালুরু ব্লাস্টার্সকে মহারাজা টি-২০ ট্রফির ফাইনালে তুললেন মায়াঙ্ক আগরওয়াল। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রেকর্ড ইনিংস গড়ে গুলবার্গ মিস্টিক্সকে হারাল বেঙ্গালুরু।
সারা ম্যাচে রীতিমতো রেকর্ডের ছড়াছড়ি দেখা যায়। হাই-স্কোরিং ম্যাচে চার-ছক্কার ফুলঝুরি চোখে পড়ে। গুলবার্গ পালটা লড়াইয়ের চেষ্টা করে বটে, তবে বেঙ্গালুরু ছিল কার্যত ধরাছোঁয়ার বাইরে।
টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বেঙ্গালুরু। তারা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২২৭ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। টুর্নামেন্ট এই প্রথম কোনও দল দু'শো রানের গণ্ডি টপকায়। স্বাভাবিকভাবে এটিই টুর্নামেন্টের সর্বোচ্চ দলগত ইনিংস।
মায়াঙ্ক আগরওয়াল ৩৩ বলে হাফ-সেঞ্চুরি ও ৫৮ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। তিনি শেষমেশ ৯টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৬১ বলে ১১২ রান করে অপরাজিত থাকেন। টুর্নামেন্টে মায়াঙ্কের এটি দ্বিতীয় শতরান। চলতি মহারাজা টি-২০ ট্রফিতে এটি যুগ্মভাবে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসও বটে। মায়াঙ্ক ১১ ম্যাচে টুর্নামেন্টের সব থেকে বেশি ৪৮০ রান সংগ্রহ করেছেন।
আগরওয়ালকে যথাযোগ্য সঙ্গত করেন এলআর চেতন। তিনি ৫টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ৮০ রান করে আউট হন। ৪৮ রান খরচ করে ২টি উইকেট নেন কাভেরাপ্পা।
পালটা ব্যাট করতে নেমে গুলবার্গ ১৮.২ ওভারে ১৮২ রানে অল-আউট হয়ে যায়। ৪৪ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে বেঙ্গালুরু।
রোহন পাতিল ১০টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ১০৮ রান করেন। যদিও দল হারায় ব্যর্থ হয় তাঁর লড়াই। চলতি টুর্নামেন্টে রোহনেরও এটি দ্বিতীয় শতরান। উল্লেখযোগ্য বিষয় হল, টুর্নামেন্টে এই প্রথম দুই ইনিংসে দু'জন ব্যাটসম্যান সেঞ্চুরি করলেন।
গুলবার্গের বাকি ব্যাটসম্যানদের মধ্যে মনোজের ২৬ ছাড়া বলার মতো রান নেই কারও। রণিত মোরে ৩টি ও জগদীশা সূচিত ২টি উইকেট নেন। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার ওঠে বেঙ্গালুরু দলনায়ক মায়াঙ্ক আগরওয়ালের হাতে।
গুলবার্গ প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামার সুযোগ পাবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ মহীশূর ওয়ারিয়র্স, যারা এলিমিনেটরে পরাজিত করেছেন হুবলি টাইগার্সকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।