বাংলা নিউজ > ময়দান > Maharaja T20 Trophy: মাত্র ৪৮ বলে সেঞ্চুরি, মায়াঙ্ক আগরওয়াল বোঝালেন, তিনি ছন্দে থাকলে কোনও টার্গেটই নিরাপদ নয়

Maharaja T20 Trophy: মাত্র ৪৮ বলে সেঞ্চুরি, মায়াঙ্ক আগরওয়াল বোঝালেন, তিনি ছন্দে থাকলে কোনও টার্গেটই নিরাপদ নয়

মায়াঙ্ক আগরওয়াল। ছবি- কেএসসিএ।

৪ ম্যাচে ২৪১ রান, মহারাজা টি-২০ ট্রফিতে থামানো যাচ্ছে না আগরওয়ালকে। 

টি-২০ ক্রিকেটে ১৭৫ রানের লক্ষ্যমাত্রা আর যাই হোক, নিতান্ত ছোটখাটো নয়। তাও যদি ১৯ ওভার হাতে থাকে, তবে সেটাকে চ্যালেঞ্জিং টার্গেট বলতেই হয়। তবে মায়াঙ্ক আগরওয়াল ছন্দে থাকলে কোনও টার্গেটই যে নিরাপদ নয়, সেটাই বোঝা গেল আরও একবার। মহারাজা টি-২০ ট্রফিতে শিবমগ্গ স্ট্রাইকার্সের ঝুলিয়ে দেওয়া বড়সড় লক্ষ্যমাত্রা বেঙ্গালুরু ব্লাস্টার্স অনায়াসে টপকে যায় ক্যাপ্টেন মায়াঙ্কের ঝোড়ে শতরানের সুবাদেই।

চলতি মহারাজা টি-২০ ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন মায়াঙ্ক। টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে তাঁর ব্যক্তিগত সংগ্রহ ছিল যথাক্রমে ৫২, ৪৩ ও ৪৪ রান। এবার মাত্র ৪৮ বলে ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান আগরওয়াল। তিনি হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ২৩ বলে। শেষমেশ ১০টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন আগরওয়াল। দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন বেঙ্গালুরু অধিনায়ক।

প্রথমে ব্যাট করে শিবমগ্গা ১৯ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৭৩ রান সংগ্রহ করে। বৃষ্টির জন্য বেশ কিছুটা সময় নষ্ট হওয়ার শেষ ওভারের খেলা হয়নি। রোহন কদম ৫২ বলে ৮৪ রান করেন। তিনি ৮টি চার ও ৩টি ছক্কা মারেন। ৪৫ বলে ৫১ রান করেন বিআর শরৎ। তিনি ৫টি বাউন্ডারি মারেন। কৃষ্ণাপ্পা গৌতম ১২ বলে ১৮ ও ডি অবিনাশ ৫ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। ১টি করে উইকেট নেন জগদীশা সূচিত ও এলআর কুমার।

আরও পড়ুন:- Maharaja T20 Trophy: ৯১ নট-আউট, কাউকে দরকার হল না, টেস্টে ৩০০ করা ভারতীয় তারকা একাই জেতালেন T20 ম্যাচ

ভিজেডি নিয়মে জয়ের জন্য বেঙ্গালুরুর সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৯ ওভারে ১৭৫ রানের। মায়াঙ্কের দুর্দান্ত ইনিংসে ভর করে ব্লাস্টার্স ১৫.৪ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৭৬ রান তুলে ম্যাচ জিতে যায়। ২০ বল বাকি থাকতে ৯ উইকেটে জয় তুলে নেন মায়াঙ্করা। ক্যাপ্টেনের সেঞ্চুরি ছাড়া এলআর চেতন ৩৪ ও কেভি অনীশ অপরাজিত ৩৫ রান করেন। ম্যাচের সেরা হয়েছেন আগরওয়াল।

মায়াঙ্ক ৪ ম্যাচে ৮০.৩৩ গড়ে সাকুল্যে ২৪১ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইক-রেট ১৮২.৫৭। টুর্নামেন্টের সব থেকে বেশি রানের মালিক এখন তিনিই। সব থেকে বেশি ২৮টি চার মেরেছেন আগরওয়াল। সব থেকে বেশি ১০টি ছক্কা হাঁকানোর নজিরও রয়েছে তাঁর ঝুলিতেই।

আরও পড়ুন:- Maharaja T20 Trophy: ৭৪ ম্যাচে সব মিলিয়ে ১৩১ রান করেছেন যিনি, সেই ক্রিকেটার ২২ বলে হাফ-সেঞ্চুরি করে ম্যাচ জেতালেন

বেঙ্গালুরু ব্লাস্টার্স ৪ ম্যাচের শেষে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ অবস্থান করছে। গুলবার্গ ও ম্যাঙ্গালোরের সংগ্রহেও রয়েছে ৬ পয়েন্ট করে। তবে তারা নেট রান-রেটে পিছিয়ে রয়েছে।

বন্ধ করুন
Live Score