ফের নতুন লুকে সমর্থকদের সামনে এলেন মহেন্দ্র সিং ধোনি। একেবারে ট্রেন্ডি মেকওভার। বাইশ গজেরে থালাইভার নতুন লুকের কয়েকটা ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েগেছে। এই ছবি ইতিমধ্যেই নেটদুনিয়ায় ঝড় তুলেছে। বিভিন্ন সময় মাহি নিজের লুক পরিবর্তন করেন। নতুন হেয়ারকাটে দেখা গেল তাঁকে। কখনও লম্বা চুল তো কখনও একেবারে ছোট ছোট চুল। দাড়িতেও অভিনবত্ব আনেন তিনি। তবে যখনই তিনি নিজের চেহারায় নতুনত্ব নিয়ে আসেন তখনই তা ট্রেন্ড হয়ে যায়।
নতুন হেয়ারকাট, দাড়িতেও রয়েছে নতুনত্ব। একেবারে তরুণ হয়েগেছেন মাহি। ধোনির এই লুক নতুন ট্রেন্ড সেট করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছেন মাহি। বাইশ গজে তাঁর নেতৃত্বের সঙ্গে তাঁর ব্যাটিং ও উইকেটকিপিং যেমন জনপ্রিয়, ঠিক তেমনই জনপ্রিয় মাহির লুক। বিভিন্ন সময় আলাদা আলাদা লুকে ভক্তদের সামনে আসেন মাহি। আর যখন নিজের লুক পরিবর্তন করেন সেটাই হয়ে যায় সেই সময়কার ট্রেন্ড। সেই রকমই নতুন লুকে আবারও নিজেকে রাঙালেন মাহি।
আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে স্থগিত হয়ে যাওয়া ১৪তম আইপিএল। এবার দুবাইয়ে ১৯শে সেপ্টেম্বর থেকে বসতে চলেছে বাকি ম্যাচের আসর। অগস্টেই সংযুক্ত আমিরশাহিতে চলে যাওয়ার কথা মাহির চেন্নাই সুপার কিংসের। তাই হয়তো দুবাইয়ে যাওয়ার আগে নিজেকে নতুন অবতারে সাজিয়ে নিলেন মাহি। এই লুকেই হয়তো স্থগিত হয়ে যাওয়া আইপিএল-এর বাকি ম্যাচে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে।
চুলের কাটিং-এ নতুনত্বের ছাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দাড়িতেও আনা হয়েছে আধুনিকতা। আলিম হাকিম নিজের ইনস্টাগ্রামে ধোনির এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘কিংবদন্তি ধোনি ড্যাসিং লুক। চুল দাড়ি কাটার সময় উনি দারুন আনন্দ করলেন।’ আলিম হাকিম বলিউডের বহু তারকার চুল ও দাড়ি কাটার পাশাপাশি নতুন লুক দিয়ে থাকেন। এবার মাহির লুকে পরিবর্তন করে দারুন খুশি তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।