শুভব্রত মুখার্জি: ভারতীয় ব্যাডমিন্টনের ডাবলস বিভাগের নয়া কোচ নির্বাচিত হলেন মালয়েশিয়ান ট্যান কিম হার। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাইয়ের) তরফে এই নির্বাচনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ২০২৬ সালের এশিয়ান গেমস পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন ট্যান কিম হার। ৫০ বছর বয়সির প্রধানত দায়িত্ব রয়েছে ভারতের হয়ে একাধিক ডাবলস জুটি তৈরির। 'পুল অফ' শাটলার তৈরির দায়িত্ব বর্তেছে তার উপর।
প্রসঙ্গত চিরাগ শেট্টি-সাত্তিকসাইরাজ জুটির আজকের সাফল্যের পিছনে অনেকেই মনে করেন ট্যানের কৃতিত্ব সব থেকে বেশি। দুই শাটলারের তরফে ও সাইয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। ২০১৫-১৯ সাল পর্যন্ত কোচ হিসেবে নিজের প্রথম ধাপে চিরাগ শেট্টি-সাত্তিকসাইরাজ জুটির সঙ্গে কাজ করেছিলেন ট্যান। তার প্রশিক্ষণেই বিশ্ব ব্যাডমিন্টনের পুরুষ বিভাগে প্রথম ১০'র মধ্যে প্রবেশ করেছে চিরাগ শেট্টি-সাত্তিকসাইরাজ জুটি।
শুধুমাত্র চিরাগ রেড্ডি-সাত্তিকসাইরাজ জুটি নয় মহিলা বিভাগে অশ্বিনী পোনাপ্পা এবং সিকি রেড্ডি জুটি ও ট্যানের প্রশিক্ষণে প্রথম ২০'তে প্রবেশ খরার কৃতিত্ব অর্জন করেছে। এছাড়াও পুরুষ এবং মহিলা বিভাগে ৬টি ভারতীয় জুটি বিশ্ব ক্রমতালিকায় প্রথম ৫০-এ থাকার কৃতিত্ব অর্জন করেছে। উল্লেখ্য ট্যানের প্রশিক্ষণেই ২০২১ সালে জাপানের পুরুষ দল ডাবলস বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল। টোকিও অলিম্পিক গেমসে ও তারা ব্রোঞ্জ জিতেছিল ট্যানের প্রশিক্ষণেই।