চিন ওপেনের নজর কেড়েছেন নাগপুরের মেয়ে মালভিকা বনসোদ। এই ব্যাডমিন্টন তারকা চমক দেখিয়েছেন বিশ্বের সাত নম্বরকে হারিয়ে। প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী শাটলারকেই হেলায় হারিয়ে দিয়েছেন ভারতের এই ২৩ বছর বয়সী উঠতি শাটলার। যখন চিন ওপেন খেলতে গেছিলেন তখন কেউই আশা করতে পারেননি রাউন্ড অফ ৩২-এই এমন চমক দেখাতে পারেন মালভিকা। সেটাই তিনি করে দেখিয়েছেন চিনের মাটিতে। একদিন আগেই সেখানে গিয়ে ভারতের বিজয়ধ্বজা উড়িয়ে এসেছিলেন ভারতীয় হকি দলের খেলোয়াড়রা। তাঁরা জিতেছিলেন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। ২৪ ঘন্টার মধ্যই অলিম্পিক্সে ব্রোঞ্জপদকজয়ী ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ গ্রেগরিয়া মারিসকা টুংজুংকে হারিয়ে নজর কাড়লেন ভারতের মালভিকা।
২০২২ সালে ইন্ডয়ান ওপেনের সময় প্রথম নজরে আসেন মালভিকা। অলিম্পিক্স পদকজয়ী শাটলার সাইনা নেহওয়ালের প্রথম দেখাতেই বেশ মনে ধরে এই শাটলারকে। প্রায় দু বছর পরই ২০২৪ সালে চিন ওপেনে এসে যেন সাইনা নেহওয়ালের সেদিনের পছন্দকেই সঠিক প্রমাণ করে দিলেন মুম্বইকর শাটলার। একই সঙ্গে পিভি সিন্ধু পরবর্তী ভারতীয় ব্যাডমিন্টন যে সঠিক দিকেই এগোচ্ছে, সেটাই বোঝালেন তিনি।
প্রথম সেটে শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন মালভিকা। বরাবরই ব্যবধান বাড়াচ্ছিলেন। একটা সময় ১৪-৬ ফলে এগিয়ে যাওয়ার পর কিছুটা খেলায় ছন্দ কাটে তাঁর। এই সুযোগেই খেলায় ফেরে ইন্দোনেশিয়ার প্রতিদ্বন্দী টুংজুং, এক সময় ফলাফল মালভিকার পক্ষে ১৯-১৮ দাঁড়িয়ে গেছিল। অর্থাৎ অনেকটাই কামব্য়াক করেন অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকজয়ী। টুংজুং নিজের অভিজ্ঞতা কাজে লাগালেও আজকের দিনটা ছিল মালভিকারই। এরপর তিনি প্রথম সেট রুদ্ধশ্বাস লড়াইয়ের পর জিতে নেন ২৬-২৪ ফলে।
দ্বিতীয় সেটেও দুরন্ত লড়াই হয়। একটা সময় মনে হচ্ছিল এই সেট জিতে কামব্যাক করতে পারেন ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ। তবে মাথা ঠান্ডা রেখে সঠিক শট সিলেকশনেই বাজিমাত করেন ভারতের মালভিকা বনসোদ। দ্বিতীয় সেট তিনি পকেটে পোড়েন ২১-১৯ ফলে, সেই সঙ্গে রাউন্ড অফ সিক্সটিনে প্রবেশ করেন নাগপুর নিবাসি এই ব্যাডমিন্টন প্রতিভা।
আরও পড়ুন-এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে চিন বধ ভারতের! যুগরাজের গোলে চ্যাম্পিয়ন ভারত!
বিশ্বের সাত নম্বরকে চিন ওপেনে হারিয়ে এখন এই ধারাবাহিকতাই বজায় রাখতে চান মালভিকা, যাতে কেউ পরে তাঁকে এটা না বলতে পারে যে এই ম্যাচ স্রেফ একটা অঘটন ছিল। কারণ গোটা ম্যাচে এক সময়ের জন্যেও মনে হয়নি প্রবলতর প্রতিপক্ষের বিরুদ্ধেও চিঞ্চিত হিনমন্যতা বা স্নায়ুচাপে ভুগেছেন তিনি। বরং ম্যাচের পরিস্থিতি বুঝেই তিনি কখনও অ্যাটাক করেছেন, আবার নির্দিষ্ট সময়ের ব্যবধানে ডিফেন্স করেও পরিস্থিতি সামাল দিয়েছেন। ফলে আগাগোরাভাবেই ম্যাচের রাশ নিজের দখলেই রাখেন মালভিকা। পরের রাউন্ডে তাঁর প্রতিপক্ষ স্কটল্যান্ডের কির্স্টি গিলমৌর। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় রয়েছে সেই ম্যাচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।