বাংলা নিউজ > ময়দান > Paris Olympics- ‘ভিনেশকে কেন এবং কীভাবে বঞ্চিত করা হল,মানুষ তা জানতে পারবে!’ ঘুরিয়ে বিজেপির দিকেই আঙুল মুখ্যমন্ত্রীর?

Paris Olympics- ‘ভিনেশকে কেন এবং কীভাবে বঞ্চিত করা হল,মানুষ তা জানতে পারবে!’ ঘুরিয়ে বিজেপির দিকেই আঙুল মুখ্যমন্ত্রীর?

ভিনেশ ফোগত। ছবি- এইচটি প্রিন্ট (HT_PRINT)

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম আদিবাসী উৎসবের মঞ্চ থেকে ভিনেশের ডিসকোয়ালিফাই হয়ে যাওয়া প্রসঙ্গে বলেন, ‘আমি ব্যথিত যে মেয়েটি সোনা আনতে পারত। তাঁকে কেন বা কীভাবে বঞ্চিত করা হল, সেটা দেশবাসী আগামী দিনে জানতে পারবে। তবে তাঁকে অনেক সংগ্রামী অভিনন্দন জানাই'।

প্যারিস অলিম্পিক্সের মহিলাদের ৫০ কেজি কুস্তির ফাইনালে উঠেও পদক হাতছাড়া হয়েছে ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগটের। দেশকে গর্বিত করেছিলেন নিজের পারফরমেন্সের সৌজন্যে। প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন থেকে শুরু করে তাবর তাবর কুস্তিগিরদের হারিয়ে ফাইনালে উঠলেও মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকার জন্য তাঁকে অযোগ্য ঘোষণা করে অলিম্পিক্স কমিটি। অর্থাৎ নির্দিষ্ট ওজনের যে ক্যাটাগরিতে তিনি অংশগ্রহণ করছিলেন, তাঁর থেকে মাত্র ১০০ গ্রাম ওজন বেশি ছিল ভিনেশের। সারারাত কঠোর পরিশ্রম করে ওজন কমানোর চেষ্টা করলেও তাতে লাভ হয়নি, চুল কেটে-শরীর থেকে রক্ত বের করেও চেষ্টা করেছিলেন নিজেকে ৫০কেজির মধ্যে নিয়ে আসার। সেটা না করতে পারাতেই নিশ্চিত পদক হাতছাড়া হয় তাঁর, এরপরই অনেকমহলে দাবি করা হয় ষড়যন্ত্রের তত্ত্ব।

আরও পড়ুন-কলকাতা লিগে ইস্টার্ন রেলকে বেলাইন করল ইস্টবেঙ্গল! জিতল ৩-০ গোলে…

গত বছর লাগাতার ভারতীয় কুস্তি সংস্থার তৎকালীন প্রধান তথা বিজেপির প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছিলেন ভিনেশ ফোগট, তাই ভিনেশের প্যারিস  অলিম্পিক্সে হঠাৎ করে ডিসকোয়ালিফাই হওয়ার পিছনে অন্যরকম গন্ধ পাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। বলা ভালো, চক্রান্তের গন্ধই পাচ্ছেন অনেকে। এই নিয়ে বৃহস্পতিবার তুলকালাম হয় রাজ্যসভা, সেখানে এই নিয়ে আলোচনা চাওয়া হয় ইন্ডিয়া জোটের শরীকদের তরফে, যদিও তা গ্রহণ করা হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসরে নেমে আইওএ প্রধান পিটি উষাকে বলেছিলেন এই বিষয় ব্যবস্থা নেওয়ার জন্য। এবার ফের একবার চক্রান্তের তত্ত্ব উঠে এলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। 

আরও পড়ুন-‘অস্ত্রোপচার করাতে বলেছিল চিকিৎসক! কিন্তু সময় ছিল না’…দেশকে রুপো জিতিয়ে বললেন নীরজ…

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম আদিবাসী উৎসবের মঞ্চ থেকে বলেন, ‘আমি ব্যথিত যে মেয়েটি সোনা আনতে পারত। তাঁকে কেন বা কীভাবে বঞ্চিত করা হল, সেটা দেশবাসী আগামী দিনে জানতে পারবে। তবে ওনাকে অনেক সংগ্রামী অভিনন্দন জানাই। আমি বিশ্বাস করি ঝাড়গ্রামের এই আর্চারি অ্যাকাডেমি থেকে একদিন আমাদের মেয়েরা অলিম্পিকে যাবে এবং তাঁরা অলিম্পিক জয় করবে। আমি সেই বিশ্বাস করি এবং সেই উদ্দেশ্যেই কিন্তু এই অ্যাকাডেমি করা হয়েছে।  ’।

আরও পড়ুন-অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক শ্রীজেশ! শুনে পিটি উষাকে কী বললেন নীরজ?

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ' আমি ১৯৯১-৯২ সালে যখন ক্রীড়া যুবকল্যাণ মন্ত্রী ছিলাম, তখন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম এরকম অ্যাকাডেমি গড়ে তোলার, যাতে ছেলে মেয়েরা সঠিক প্রশিক্ষণ পায় এবং দেশের নাম উজ্জ্বল করতে পারে ভবিষ্যৎে।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে বেঁচে আছেন লাদেন পুত্র, সলতে পাকাচ্ছেন বাবার সংগঠনে, নিরাপত্তায় ৪৫০ যোদ্ধা বিশ্বব্যাপী ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করবে স্যামসাং, প্রভাব পড়বে ভারতেও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.