৩৮ তম জাতীয় গেমসের আসর বসেছে উত্তরাখণ্ডে। সেখানে তিরন্দাজিতে সোনা জিতে নজির গড়লেন বাংলার ছেলে জুয়েল সরকার। তিরন্দাজিতে রিকার্ভ ৭০ মিটার ইভেন্টে সোনা জেতেন জুয়েল। তাঁকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েক বছর ধরে অসাধারণ পারফরম্যান্স করে আসছেন জুয়েল। ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির ছাত্র বৃহস্পতিবার এই পদক জেতেন। এই অ্যাকাডেমিটি রাজ্য সরকার পরিচালিত। জুয়েল সরকার আসলে মালদহের বাসিন্দা। ২০১৮ সাল থেকে ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করেন।সেই সময় তাঁর বয়স ছিল ১২। এখন বয়স ১৯। বয়সে ছোট হলেও কীর্তি কিন্তু বড়সড় করে ফেলেছেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় গেমসের ফাইনালে ইন্দ্রচন্দ্র স্বামীর মুখোমুখি হয়েছিলেন জুয়েল। সেখানে ৬-২ ব্যবধানে জয় পান তিনি। এটি জাতীয় স্তরে তাঁর প্রথম পদক। শুধু ফাইনাল নয়, প্রতিযোগিতায় প্রথম থেকে শেষ পর্যন্ত দাপট দেখান জুয়েল। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে যথাক্রমে জয়ন্ত তালুকদার এবং তরুণদীপ রাইয়ের মতো অলিম্পিয়ানদের পরাজিত করেন তিনি। নিজের সাফল্য প্রসঙ্গে জুয়েল বলেন, ‘গত বছরটা ভালো যায়নি। তাই এই বছরটা ভালোভাবে শুরু করতে চেয়েছিলাম। জাতীয় গেমসে সোনা জয়ের মাধ্যমে প্রথম লক্ষ্য পূরণ হল। আগামী দিনে আরও পদক জিততে চাই।’
গত বছর এশিয়ান যুব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় রিকার্ভ দলে সুযোগ পান বাংলার জুয়েল সরকার। তাঁর এই পারফরম্যান্স দেখে খুশি মুখ্যমন্ত্রী। পাশাপাশি আনন্দিত রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত ঝাড়গ্রাম আর্চারি অ্যাকাডেমি থেকেই উঠে আসা মালদার ছেলে জুয়েল সরকার জাতীয় গেমসে সোনা জিতে প্রমাণ করলেন যে এই অ্যাকাডেমি সঠিক পথেই চলছে।’
জুয়েলের এবার লক্ষ্য কী তবে সিনিয়র জাতীয় দলে জায়গা করে নেওয়া? অন্তত তরুণদীপ এবং জয়ন্তর মতো ক্রীড়াবিদকে হারানোর পর সেটাই মনে হচ্ছে। গত বছর প্যারিস অলিম্পিক্সে ভারতের হয়ে নেমেছিলেন তরুণদীপ। এই দু’জন তিরন্দাজ সর্বকালের সেরা তিরন্দাজদের মধ্যে একজন। তবে ব্যক্তিগত ভাবে জুয়েল এখনই এসব কিছু ভাবছেন না। তাঁর কথায় জাতীয় দলে সুযোগ পাওয়ার বিষয়টা নির্ভর করে ট্রায়াল ক্যাম্পে কেমন পারফর্ম করা হয় তার উপর। সেই ট্রায়ালে ভালো পারফর্ম করার জন্য নিজেকে এখন থেকেই তৈরি করছেন তিনি। জাতীয় গেমসে সোনা জয়টা তাঁর জন্য আত্মবিশ্বাস জোগাবে বলে দাবি করেন জুয়েল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।