
ওয়েস্ট হ্যামকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টারে পৌঁছে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
১ মিনিটে পড়ুন . Updated: 10 Feb 2021, 09:57 PM IST- অতিরিক্ত সময়ের গোলে জয় পায় ম্যান ইউ।
শুভব্রত মুখার্জি
শেষ ম্যাচে ৩-৩ ফলে ড্র করার পরে ফের স্বমহিমায় ফিরল ওলে গানারের ছেলেরা। এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে জয় তুলে নিল রেড ডেভিলসরা। ফলে পরের রাউন্ডে চলে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। মঙ্গলবার রাতের ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ১-০ গোলে হারাতে অবশ্য অতিরিক্ত সময় পর্যন্ত খেলতে হয়েছে রেড ডেভিলসদের।
ম্যাচের শুরু থেকে ওয়েস্ট হ্যামকে চাপে রাখার জন্য আক্রামণাত্মক খেলতে থাকে ম্যান ইউ। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে লিড নিয়ে পারেননি ওলে গানারের শিষ্যরা।
ম্যাচের ৫৩তম মিনিটে সহজ সুযোগ মিস করেন মার্কাশ রাশফোর্ড। এরপর র্নিধারিত সময়ে আরও বেশ কয়েকটি আক্রমণ করেও ওয়েস্ট হ্যামের জমাট রক্ষণ ভাঙ্গতে পারেনি রেড ডেভিলসরা।
ম্যান ইউ গোলের দেখা পায় অতিরিক্ত সময়ে। ৯৭ মিনিটে তাদেরকে গোল করে এগিয়ে দেন স্কট ম্যাকটোমিনে। তাঁর করা একমাত্র গোলেই জয় পায় তারা। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে চলে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।