বাংলা নিউজ > ময়দান > পিছিয়ে পড়েও স্পার্সদের বিরুদ্ধে দুর্দান্ত জয় ম্যান ইউয়ের, কিছুটা মিটল প্রথম লেগের জ্বালা

পিছিয়ে পড়েও স্পার্সদের বিরুদ্ধে দুর্দান্ত জয় ম্যান ইউয়ের, কিছুটা মিটল প্রথম লেগের জ্বালা

পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় ম্যান ইউয়ের, কিছুটা মিটল প্রথম লেগের জ্বালা। (ছবি সৌজন্য রয়টার্স) 

দুর্দান্ত প্রত্যাবর্তন।

শুভব্রত মুখার্জি

রবিবাসরীয় রাতকে একেবারে জমিয়ে দিলেন রেড ডেভিলসরা। ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচে পিছিয়ে পড়ে ও টটেনহ্যামের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে রবিবার ৩-১ গোলে জিতল সোলসকায়ারের ছেলেরা। 

দক্ষিণ কোরিয়ার সন হিউং-মিনের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে একে একে ইউনাইটেডের হয়ে গোল করেন ফ্রেড,এডিনসন কাভানি ও ম্যাসন গ্রিনউড। লিগে প্রতিপক্ষের মাঠে এই নিয়ে টানা ২৩ ম্যাচ অপরাজিত থাকল ওল্ড ট্রাফোর্ডের লাল ব্রিগেড। প্রসঙ্গত গত অক্টোবরে ইপিএলের চলতি আসরে প্রথম মুখোমুখি সাক্ষাতে ইউনাইটেডের মাঠে ৬-১ গোলে জিতেছিল টটেনহ্যাম। এবার কিছুটা হলেও সেই জ্বালার মিটিয়েছে তারা।

সন হিউং-মিনের গোলে এগিয়ে যাওয়ার আনন্দ ক্ষণস্থায়ী হয় টটেনহ্যাম হটস্পারের। পুরো ম্যাচে ৫৩ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে ১২টি শট নেয় ইউনাইটেড, যার মধ্যে সাতটি শট ছিল একেবারে লক্ষ্যে। প্রথমার্ধে তাদের স্পার্সের গোলের উদ্দেশে নেওয়া একমাত্র শটটি লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে এলোমেলো ফুটবলে সুযোগ তৈরি করতে পরছিল না কোনও দলই।

৩৩ তম মিনিটে কাভানি গোল করলেও গোল পায়নি ইউনাইটেড। ভারের সাহায্যে দেখা যায়, আক্রমণের শুরুতে সনের মুখে স্কট ম্যাকটমিনে আঘাত করেছেন। তাই ফাউল দেন রেফারি। সাত মিনিট পর এগিয়ে যায় টটেনহ্যাম। নিচু শটে কাছের পোস্টে লক্ষ্যভেদ করে গোল করেন দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন। চলতি ইপিএলের আসরে এটি তাঁর ১৪ তম গোল। ৫৭ তম মিনিটে সমতায় ফেরে ইউনাইটেড। ফ্রেডের পাসে কাছ থেকে নেওয়া কাভানির শট ফিরিয়ে দেন গোলরক্ষক হুগো লরিস, কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। বক্সে বল পেয়ে সহজেই জালে জড়ান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড।

ছয় মিনিট পর এগিয়ে যায় ইউনাউটেড। কিছুক্ষণ আগে বদলি নামা গ্রিনউডের ক্রসে ডাইভিং হেডে গোলে করেন কাভানি। ম্যাচের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পল পোগবার পাস থেকে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে ইউনাইটেডের জয় নিশ্চিত করেন গ্রিনউড। টানা চতুর্থ জয় পাওয়া ইউনাইটেড ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে আছে তালিকার দ্বিতীয় স্থানে থাকল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.