বাংলা নিউজ > ময়দান > Mankading Controversy: গায়ে লেগে বল বাউন্ডারিতে যাওয়া আর মানকাডিং এক নাকি! বিরক্তি প্রকাশ বেন স্টোকসের

Mankading Controversy: গায়ে লেগে বল বাউন্ডারিতে যাওয়া আর মানকাডিং এক নাকি! বিরক্তি প্রকাশ বেন স্টোকসের

বেন স্টোকস।

২০১৯ সালে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে খেলা বিশ্বকাপ ফাইনাল ম্যাচে রান আউটের চেষ্টার সময় বেন স্টোকসের ব্যাটের কানায় লেগে বল বাউন্ডারিতে চলে গিয়েছিল। যা ম্যাচের রং বদলে দেয়। এই নিয়ে খানিকটা খটকা ছিল। বেন স্টোকস অবশ্য সঙ্গে সঙ্গে হাত উঠিয়ে জানান দেন যে, তিনি ইচ্ছাকৃত ভাবে ব্যাট বলে লাগাননি।

ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে তৃতীয় এবং শেষ ওয়ানডে-তে বোলার দীপ্তি শর্মার মানকাডিং আউট নিয়ে বিতর্ক কিছুতেই থামছে না। চার্লি ডিনকে মানকাডিং আউট করা নিয়ে তাঁকে সমালোচনায় জেরবার হতে হচ্ছে। বিশেষ করে এই ব্যাপারে সবচেয়ে বেশি সমালোচনার বিদ্ধ করেছেন ইংল্যান্ডের পুরুষ দলের ক্রিকেটাররা। এ দিকে টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসও এই পুরো পর্বে তাঁকে টেনে আনার জন্য বিরক্তি প্রকাশ করেছেন। তবে সেটা নেহাৎ-ই হাল্কা মেজাজে।

আসলে দীপ্তি শর্মার এই ঘটনার পর, ভক্তদের মনে পড়ে গিয়েছে, ২০১৯ সালে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে খেলা বিশ্বকাপ ফাইনাল ম্যাচের স্মৃতি। সেই উত্তেজনাপূর্ণ ম্যাচে রান আউটের চেষ্টার সময়, বেন স্টোকসের ব্যাটের কানায় লেগে বল বাউন্ডারিতে চলে গিয়েছিল। যা ম্যাচের রং বদলে দিয়েছিল। এই নিয়ে খানিকটা খটকা ছিল। বেন স্টোকস অবশ্য সঙ্গে সঙ্গে হাত উঠিয়ে জানান দেন যে, তিনি ইচ্ছাকৃত ভাবে ব্যাট বলে লাগাননি।

আরও পড়ুন: দীপ্তির মতো বিতর্কে জড়িয়েছিলেন কপিলও, দিলেন সহজ সমাধান সূত্র

ইংল্যান্ড তাতে বড় সুবিধে পেয়ে গিয়েছিল। এবং ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারের মাধ্যমে শিরোপা জিতে নেয় ব্রিটিশরাই। তবে এই ঘটনার সঙ্গে মানকাডিংয়ের কী সম্পর্ক, সেটাই বুঝে উঠতে পারছেন না বলে জানিয়েছেন স্টোকস। টুইটারে তিনি একটি ভিডিয়ো দিয়েছেন। যেখানে এক ভদ্রলোক ভ্যাবাচ্যাকা খেয়ে মাথা চুলকোতে দেখা যাচ্ছে। সঙ্গে স্টোকস লিখেছেন, ‘কেন লোকেরা আমার ব্যাট দিয়ে বাউন্ডারি করার ঘটনাটিকে মানকডিংয়ের সঙ্গে যুক্ত করছেন?’

আসলে মেয়েদের ভারত-ইংল্যান্ড তৃতীয় ওডিআই, যেটা কিনা ঝুলন গোস্বামীর ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল, সেই ম্যাচেই ডিনকে মানকাডিং আউট করেন দীপ্তি। ম্যাচের ৪৪তম ওভারের ঘটনা এটি। চার্লি ডিন বারবার ক্রিজ ছেড়ে অনেকটা করে বের হয়ে যাচ্ছিলেন। তাঁকে সাবধান করাও নাকি হয়েছিল। কিন্তু তিনি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছিলেন। সেই সময়ে তাঁকে মানকডিং করার ইঙ্গিত দিয়েছিলেন ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর। এবং দীপ্তি মানকডিং করেন ডিনকে। ডিন ৮০ বলে ৫টি চারের সাহায্যে ৪৭ রান করেছিলেন। এ ভাবে আউট হওয়ায় চার্লি ডিন খুবই হতাশ হয়ে মাঠের মধ্যেই কেঁদে ফেলেন।

আরও পড়ুন: দীপ্তিকে পুরস্কৃত করা উচিত-অ্যান্ডারসন, বিলিংদের সমালোচনার তীব্র কটাক্ষ অশ্বিনের

এই নিয়ে বিতর্কের ঝড়ের মাঝেই সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর যথারীতি মানকাডিং নিয়ে দীপ্তিকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়। চূড়ান্ত আত্মবিশ্বাসের সঙ্গে বাংলার মেয়ে বলেন, ‘কিছু না। আমাদের ওটা পরিকল্পনা ছিল। ও বারবার ক্রিজের বাইরে বেরিয়ে যাচ্ছিল। আমরা ওকে সতর্কও করেছিলাম। যা নিয়ম এবং আইন আছে, সে ভাবেই আমরা আউট করেছি।’ সঙ্গে তিনি বলেন, ‘আম্পায়ারকেও বলেছিলাম আমরা। কিন্তু তার পরেও ক্রিজ থেকে বেরিয়ে এসেছিল ও। তাই আমাদের কিছু করার ছিল না।’

বন্ধ করুন