বাংলা নিউজ > ময়দান > Mankading Controversy: বিশ্বকাপ ফাইনালে দলের কেউ মানকাডিং করলে ব্যাটারকে ফিরিয়ে আনব,দাবি ইংরেজ অধিনায়কের

Mankading Controversy: বিশ্বকাপ ফাইনালে দলের কেউ মানকাডিং করলে ব্যাটারকে ফিরিয়ে আনব,দাবি ইংরেজ অধিনায়কের

দীপ্তির মানকাডিং করা নিয়ে এ বার মুখ খুললেন জোস বাটলারও।

২০১৯ আইপিএলে পাঞ্জাব-রাজস্থান ম্যাচে নন স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা জোস বাটলারকে রান আউট করেছিলেন পঞ্জাব টিমের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি বল করার আগেই নিজের জায়গা ছেড়ে বের হয়ে গিয়েছিলেন বাটলার। সেটা দেখে তখন আউট করে দেন অশ্বিন। যা নিয়ে সেই সময়ে বহু দিন জলঘোলা হয়েছে।

দীপ্তি শর্মার মানকাডিং করা নিয়ে সমালোচনা যেন থামতেই চাইছে না। বিশেষ করে ব্রিটিশ ক্রিকেটারদের তরফে। নিয়মিত কেউ না কেউ এই নিয়ে দীপ্তিকে ধুইয়ে দিচ্ছেন। জোস বাটলারের এই বিষয়ে জ্বালাটা আরও বেশি। কারণ তিনি নিজেও এ ভাবে আউট হয়েছেন। মানকাডিং আউট নিয়ে তাই বাটলার যে সরব হবেন, এটাই স্বাভাবিক।

এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে বাটলার দাবি করেছেন যে, এই ধরনের আউটের ক্ষেত্রে একটি জটিলতা রয়ে গিয়েছে। বিষয়টি স্বচ্ছ নয়। যে কারণে এটি এখনও পুরোপুরি মেনে নেওয়া যাচ্ছে না। যদি একজন বোলার নন-স্ট্রাইকার এন্ডে ব্যাটারকে রানআউট করতেই পারে। এটা নিয়মে রয়েছে। কিন্তু বাটলারের দাবি, তাঁর দলের কেউ এমনটা করলে, তিনি ব্যাটারকে ফিরিয়ে আনবেন।

আরও পড়ুন: খুব রেগে গেলে একমাত্র মানকাডিং করতে পারি- মইন আলি

প্রসঙ্গত ২০১৯ আইপিএলে পাঞ্জাব-রাজস্থান ম্যাচে নন স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা জোস বাটলারকে রান আউট করেছিলেন পঞ্জাব টিমের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি বল করার আগেই নিজের জায়গা ছেড়ে বের হয়ে গিয়েছিলেন বাটলার। সেটা দেখে তখন আউট করে দেন অশ্বিন। যা নিয়ে বহু দিন জলঘোলা হয়েছে।

ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক বলেছেন, ‘কেউ মানকাড আউট করল আমি ব্যাটসম্যানকে ফিরিয়ে আনব। কেউ খেলায় এটি (মানকাড আউট) দেখতে চায় না। কারণ এটি বিতর্কের জন্ম দেয়। এবং ব্যাট এবং বলের যুদ্ধ আর ক্রিকেটের দুর্দান্ত খেলার ছন্দ ভেঙে দেয়। এগুলি সব সময়ে অস্বস্তিকর হয়ে দাঁড়ায়।’

আরও পড়ুন: দীপ্তির মতো বিতর্কে জড়িয়েছিলেন কপিলও, দিলেন সহজ সমাধান সূত্র

বাটলার স্বীকার করেছেন যে, এমন একটি নিয়মের প্রয়োজন যাতে, বোলাররা বল করার সময়ে নন-স্ট্রাইকাররা ক্রিজের থেকে কিছুটা এগিয়ে থাকার অযাচিত সুবিধা নিতে না পারেন। তাঁর পরামর্শ, ‘আমি বুঝতে পারি যে, একটা নিয়ম থাকা দরকার যাতে, ব্যাটাররা কেবল একটি অন্যায্য সুবিধা পেতে না পারে। তবে এই নিয়ম স্বচ্ছ নয়। তাই এই নিয়মটি আরও স্বচ্ছ করে শক্তিশালী করে তুলতে হবে।’

প্রসঙ্গত লর্ডসে তৃতীয় তথা শেষ ওয়ানডে চলাকালীন ইংল্যান্ডের ব্যাটসম্যান চার্লি ডিনকে ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা মানকাডিং আউট করেন। দীপ্তি যখন ম্যাচের ৪৪তম ওভারে বোলিং করছিলেন, ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর চার্লি ডিনকে মানকডিং করার ইঙ্গিত দিয়েছিলেন। এবং দীপ্তি মানকডিং করেন ডিনকে। ডিন ৮০ বলে ৫টি চারের সাহায্যে ৪৭ রান করেছিলেন। এ ভাবে আউট হওয়ার পর ডিন খুবই হতাশ হয়ে মাঠের মধ্যেই কেঁদে ফেলেন। আর দীপ্তিকে নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.