বাংলা নিউজ > ময়দান > রাজনীতির বাইশ গজে ছক্কা মারলেন মনোজ, প্রথম ম্যাচেই অচেনা পিচে দুর্দান্ত দিন্দা

রাজনীতির বাইশ গজে ছক্কা মারলেন মনোজ, প্রথম ম্যাচেই অচেনা পিচে দুর্দান্ত দিন্দা

রাজনীতির ময়দানে বাংলা ক্রিকেটের দুই তারকা(ছবি: গুগল)

রাজনীতির মাঠে নেমে শিবপুরের পিচে ছক্কা হাকালেন বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি। অন্যদিকে রাজনীতির মাঠে ময়নাতে রাজনীতির পরিচিত কঠিন ব্যাটসম্যানকে আউট করলেন বাংলার প্রাক্তন পেস বোলার অশোক দিন্দা। ২০২১ বাংলার বিধানসভা নির্বাচনে ব্যাটে বলে জয় জয়কার। বাইশ গজের দুই বন্ধু, দুই পার্টির তরফ থেকে নামলেন জিতলেন দুই জনেই।

রাজনীতির মাঠে নেমে শিবপুরের পিচে ছক্কা হাকালেন বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি। অন্যদিকে রাজনীতির মাঠে প্রথম ডেলিভারিতেই প্রতিপক্ষকে বোল্ড করলেন দিন্দা। ময়নাতে পোর খাওয়ায় রাজনীতিবিদ সংগ্রাম কুমার দলুইকে হারালেন। ২০২১ বাংলার বিধানসভা নির্বাচনে বাইশ গজের দুই বন্ধুর দুই ফল, দু'জনেই পেলেন জয়ের স্বাদ, দুজনেই হাসলেন।

বাইশ গজে দুই বন্ধু। দুজনেই বাংলার হয়ে মাঠে নামতেন। দুজনেরই লক্ষ্য ছিল বাংলাকে জেতানো। সেই লক্ষ্যে অনেক সময় সফল হলেও বহুবার ধাক্কা খেলেত হয়েছে তাঁদের। একজন ব্যাট হাতে বাংলার জন্য লড়াই করতেন, অন্যজন বল হাতে প্রতিপক্ষকে হামলা করতেন। একজন হলেন মনোজ তিওয়ারি অন্যজন হলেন অশোক দিন্দা। 

আজও তারা এক পথের পথিক। তাদের লক্ষ্যও এক, তবে আজ তাদের দল অন্য। আজ তারা নেমেছিলেন রাজনীতির ময়দানে। একজন বাংলায় পদ্ম ফোটাতে চেয়েছিলেন তো অন্যজন রাজ্যে তৃণমূলের শিকরকে আরও মজবুত করতে চেয়েছিলেন। দুই মেরুতে দাঁড়িয়ে  ২রা মে’ তে দু’জনের মুখে দেখা গেল একই রকম ছবি। দুজনেই হাসলেন। দুজনেই যে জিতেছেন। তবে একজন হাসলেন তার দল তৃণমূল বাংলার মসনদে ফের বসছে ভেবে, অন্যজন বিলাপ করলেন কারণ তিনি জিতলেও বাংলা মসনদ দখল করতে পারেনি তাঁর দল বিজেপি। 

তবে দু’জনেই নিজেদের রাজনীতির বাইশ গজে নিজেদের উজাড় করে দিতে  কোনও খামতি রাখেননি। নির্বাচনি প্রচারে দু’জনেই নিজেদের সেরাটা দিয়েছিলেন।ঠিক যেমন বাইশ গজে দিতেন। নির্বাচনি ময়দানে একটা সময় আহতও হতে হয়েছিল দিন্দাকে।  

প্রথমবার ভোটের রাজনীতিতে নেমে শিবপুর কেন্দ্র থেকে জয়ী হলেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। প্রায় ৩২ হাজারের বেশি ভোটে জিতলেন তিনি। তিনি হারালেন বিজেপির পোর খাওয়া নেতা প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে। ভোটের ফলের ব্যবধান হয়েছিল ৩২,৩৩৯। 

অন্যদিকে ময়নাতে জিতলেন বাংলা ও ভারতের প্রাক্তন পেসার অশোক দিন্দাকে। গতবারের বিজয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সংগ্রাম কুমার দলুইকে হারালেন ১২৬০ ভোটে। ২০২১ বিধানসভা নির্বাচনে জিতলেন দিন্দা। এখন দেখার দুই ক্রিকেটার বাংলার মানুষের জন্য কতটা কাজ করেন। তবে এটা বলাই যায় অচেনা কঠিন পিচে দুজনেই দুরন্ত পারফরমেন্স করলেন।

বন্ধ করুন