মাত্র দুদিন আগেই ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ব্রাশেলসের ডায়মন্ড লিগে অংশগ্রহণ করে রানার্স আপ হয়ে শেষ করেছেন। প্রায় ১০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার মিললেও তাঁর অধরা থেকে গেছে ডায়মন্ড লিগে সোনা জয়। টোকিয়ো অলিম্পিক্সে তিন বছর আগে সোনা জেতার পর এবারের প্যারিস গেমসেও হরিয়ানার ছেলে নীরজ এনেছিলেন রৌপ্য পদক। সোনা আর আসেনি এবার, পাকিস্তানের আর্শাদ নাদিম জিতেছিলেন সোনা। এবারের ডায়মন্ড লিগে আর্শাদ ছিলেন না, তাই আশা করা গেছিল প্যারিসে রূপো জেতা নীরজ এখানে হয়ত প্রথম স্থানেই শেষ করবেন।
আরও পড়ুন-কলকাতা লিগের সুপার সিক্সে ধাক্কা মহমেডানের! ক্যালকাটা কাস্টমসের কাছে ২-১ গোলে হার…
কিন্তু ভাঙা হাত আর কুঁচকির চোট নিয়ে সেই স্বপ্ন পূরণ করতে পারেননি তিনি। গ্রাণাডার পিটার অ্যান্ডারসন প্রথম স্থান অর্জন করেন। ৮৭.৫৬ মিটার দূরত্বে থ্রো করে রানার্স আপ হন নীরজ, এরপর দেশবাসীকে বার্তা দিয়েছিলেন জোড়া অলিম্পিক্স পদকজয়ী। এবার তাঁকেই গোটা বছরের সাফল্যের জন্য শুভেচ্ছা জানালেন অলিম্পিক্সে আরেক জোড়া পদকজয়ী ক্রীড়াবিদ শ্যুটার মনু ভাকের।
আরও পড়ুন-বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজি জুটির…
নীজর চোপড়া একদিন আগেই পোস্ট করে জানিয়েছিলেন গত সপ্তাহে অনুশীলনের সময় বাঁহাতে চোট পান তিনি। পরে এক্স রে করলে দেখা যায় তাঁর আঙুলে ফ্র্যাকচার রয়েছে। কিন্তু বছর শেষের এই প্রতিযোগিতায় নামতে মরিয়া ছিলেন বলেই, চিকিৎসকদের পরামর্শ কাজে লাগিয়ে এবং দলের স্টাফদের সাহায্যে তিনি ব্রাশেলসে দেশের প্রতিনিধিত্ব করতে নেমেছিলেন। ভাঙা হাতে দ্বিতীয় স্থানে শেষের পর নীরজ বলেছিলেন এই বছরে তিনি নিজের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন, তবে অনেক কিছুই শিখেছেন। জানিয়েছিলেন সুস্থ হয়ে ২০২৫ সালে ফিরেই কামাল দেখাতে মুখিয়ে রয়েছেন তিনি।
অলিম্পিক্সে সোনা না জেতায় মন খারাপ থাকলেও,নীরজ চোপড়ার পাশেই দাঁড়ালেন প্যারিসে জোড়া পদকজয়ী শ্যুটার মনু ভাকের। তিনি নীরজকে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘অনেক অভিনন্দন নীরজ চোপড়াকে এত সুন্দর একটা মরশুম কাটানোর জন্য। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি এবং আশা রাখছি আগামী কয়েক বছরে তুমি অনেক অনেক সাফল্য পাও ’। উল্লেখ্য, এখনও নিজের টার্গেট ৯০ মিটার দূরত্বে থ্রো করতে পারেননি নীরজ, ২০২৫ সালে চোট কাটিয়ে ফিরে উঠে সেই লক্ষ্যকেই তাড়া করতে চাইবেন ভারতের সোনার ছেলে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।