মেজর ধ্যান চাঁদ খেলরত্ন পুরস্কার হাতে পেলেন মনু ভাকের। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁর হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ২০২৪ প্যারিস অলিম্পিক্সের অন্যতম সেনসেশন ছিলেন তিনি। অলিম্পিক্সের এক সংস্করণে একাধিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছেন ভাকের। ২০২৪ প্যারিস অলিম্পিক্সের মঞ্চে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পদক জিতেছিলেন মনু। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক্সের এই বিভাগে পদক জেতেন তিনি। এরপর মিক্সড ১০ মিটার এয়ার পিস্তলে দলগতভাবে ব্রোঞ্জ পদক জেতেন মনু। যেখানে তিনি জুটি বেঁধে ছিলেন সরবজোৎ সিংয়ের সঙ্গে। এদিন চার খেলরত্ন পুরস্কার ছাড়াও দেশের ৩২ অ্যাথলিটের হাতে অর্জুন পুরস্কার তুলে দেওয়া হয়েছে। মনু ছাড়াও খেলরত্ন সম্মান পেলেন দাবার বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ, হকি খেলোয়াড় হরমনপ্রীত সিং এবং প্যারা অলিম্পিক্সে হাই জাম্পে স্বর্ণ পদক জয়ী প্রবীণ কুমার।
তবে মনুর খেলরত্ন পুরস্কার পাওয়া নিয়ে প্রথমে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। প্রথম দিকে মনু ভাকেরের নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত ক্রীড়াবিদদের তালিকায় দেখা যায়নি। এরপরেই বিষয়টি নিয়ে জল্পনা চলতে থাকে। পরে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেন খোদ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। দেশের হয়ে মেডেল নিয়ে আসা মনুর নাম তালিকায় দেখা না যাওয়ায় বেশ অবাক হয়েছিলেন সকলে। প্রশ্ন তুলতে শুরু করেছিলেন ক্রীড়ামন্ত্রক এবং ১২ সদস্যের অ্যাওয়ার্ড কমিটির বিরুদ্ধে। তবে শেষ পর্যন্ত ফাইনাল লিস্টে নাম দেখা যায় মনুর।
এদিনের অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল রাষ্ট্রপতি ভবনে। সেখানে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সহ অনেক ভিভিআইপি এবং ভিআইপিদের উপস্থিতিতে মনুর হাতে খেলরত্ন পুরস্কার তুলে দেন দেশের রাষ্ট্রপতি। তবে পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে ওঠার আগে কয়েক মুহূর্তের জন্য হতভম্ভ হয়ে যান মনু। আসলে তিনি ভেবেছিলেন ঘোষণা শেষ হয়ে গেছে, কিন্তু তখনও কিছুটা ঘোষণা বাকি ছিল।
উল্লেখ্য,মনু স্বীকার করে নিয়েছিলেন যে খেলরত্নের আবেদন করার সময় তাঁর তরফে ভুল হয়েছিল। নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানান, ‘মনোনয়নের সময় আমি ভুল করেছিলাম, সেটা শুধরে দিয়েছি। পুরস্কার পাই বা না পাই, দেশের জন্য যতটা সম্ভব পদক জেতার চেষ্টা চালিয়ে যাব। এ বিষয়ে আর কথা না বলার জন্য সবাইকে অনুরোধ করছি।’ তবে পরবর্তীতে তাঁর কৃতিত্বকে নজরে রেখে বিষয়টি সমাধান করা হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।