বাংলা নিউজ > ময়দান > Manu Bhaker: আইএসএসএফ বিশ্বকাপ ফাইনালের জন্য দল ঘোষণা ভারতের, বিশ্রাম দেওয়া হল মনু ভাকেরকে

Manu Bhaker: আইএসএসএফ বিশ্বকাপ ফাইনালের জন্য দল ঘোষণা ভারতের, বিশ্রাম দেওয়া হল মনু ভাকেরকে

মনু ভাকের। (PTI)

অক্টোবরে আইএসএসএফ বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্ট থেকে বিশ্রাম দেওয়া হল মনু ভাকেরকে। বৃহস্পতিবার ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছে।

অক্টোবরে অনুষ্ঠিত হবে আইএসএসএফ বিশ্বকাপ ফাইনাল। রিদম সাঙ্গওয়ান ভারতের হয়ে একমাত্র শুটার হিসাবে সেখানে দুটি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর কারণ হল জোড়া অলিম্পিক্স পদকজয়ী মনু ভাকের প্যারিস অলিম্পিক্সে পারফরম্যান্সের পর ৩ মাসের বিরতি নিয়েছেন। সেই অনুযায়ী এই টুর্নামেন্ট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে।

ভারতের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (NRAI) বৃহস্পতিবার টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। আগামী ১৩ থেকে ১৮ অক্টোবর ডঃ কার্নি সিং শুটিং রেঞ্জে রাইফেল, পিস্তল এবং শটগান বিভাগ মিলিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

স্কোয়াডে প্যারিস অলিম্পিক্স দলের ৯ জন সদস্য রয়েছেন, যার মধ্যে ৩ জন ব্রোঞ্জ পদকজয়ী রয়েছেন। এই টুর্নামেন্টে মোট ১১ জন ভারতীয় অলিম্পিয়ান ১২টি স্বতন্ত্র অলিম্পিক্স ইভেন্টে বিশ্বের সেরা শুটারদের সঙ্গে লড়াই করবেন বছরের সেরা শুটারের খেতাব জিতে নেওয়ার জন্য।

২২ বছর বয়সী ভাকের প্যারিসে ভারতের হয়ে ইতিহাস রচনা করেন। তিনি মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জেতেন। ভারতীয় শুটাররা প্যারিস অলিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছেন। NRAI-এর মহাসচিব সুলতান সিং বলেন, ‘আমাদের আইএসএসএফের জন্য একটি শক্তিশালী দল তৈরী করা হয়েছে এবং প্রত্যেকেই নিজেদের পারফরম্যান্স দিয়ে আগেই যোগ্যতা প্রমাণিত করেছেন। প্যারিসে অসাধারণ পারফরম্যান্সের পর এই বিভাগ থেকে সবার প্রত্যাশা অনেক বেশি’।

চার শ্যুটার দিব্যাংশ সিং পানওয়ার (পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল), সোনম উত্তম মাসকার (মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল), রিদম (মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এবং ২৫ মিটার পিস্তল) এবং গণমত শেখন (মহিলাদের স্কিট) সরাসরি আইএসএসএফ-এর জন্য নির্বাচিত হয়েছেন। বাকি সদস্যদের তাঁদের অলিম্পিক্স ট্রায়াল র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাছাই করা হয়েছে।

NRAI-এর তরফে যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে, সেখানে এয়ার রাইফেলের পুরুষ বিভাগে রয়েছেন দিব্যাংশ সিং পানওয়ার, অর্জুন বাবুতা। এয়ার রাইফেল মহিলা বিভাগে রয়েছেন সোনম উত্তম মাসকার, তিলোত্তমা সেন। ৫০ মিটার রাইফেল থ্রিপি পুরুষ বিভাগে রয়েছেন চেইন সিং, অখিল শেওরান এবং ৫০ মিটার রাইফেল থ্রিপি মহিলা বিভাগে রয়েছেন আশি চৌকসে ও নিশচল।

এয়ার পিস্তল পুরুষ বিভাগে নাম আছে অর্জুন সিং চিমা ও বরুণ সিং-এর। এয়ার পিস্তলের মহিলা বিভাগে নাম রয়েছে রিদম সাংওয়ান, সুরভী রাও-এর। ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তলের পুরুষ বিভাগে নাম রয়েছে অনীশ, বিজয়বীর সিধুর। ২৫ মিটার স্পোর্টস পিস্তলের মহিলা বিভাগে নাম রয়েছে রিদম সাংওয়ান, সিমরনপ্রীত কৌর ব্রার-এর। ট্র্যাপ পুরুষ বিভাগে নাম রয়েছে বিভান কাপুর, ভৌনিশ মেন্দিরাত্তার এবং ট্র্যাপ মহিলা বিভাগে নাম রয়েছে রাজেশ্বরী সিং কুমারী, শ্রেষ্ট কুমারীর। স্কিট পুরুষ বিভাগে নাম রয়েছে অনন্তজিৎ সিং নারুকা, মাইরাজ আহমেদ খানের এবং স্কিট মহিলা বিভাগে নাম রয়েছে গণমত শেখন, মহেশ্বরী চৌহানের।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘ঢাক বাজাতে গিয়ে বুকের আঁচল যে খসে পড়ছে…’, শ্রাবন্তীর কাণ্ডে নেটপাড়ায় ছিঃ ছিঃ টাকার অভাব বলেও চলতি বছরে ৪ বিধানসভা ভোটে ৫৮৫ কোটি খরচ কংগ্রেসের! জলের ফোঁটা ফুটিয়ে তুলছে পুজোর আমেজ! প্রকৃতির গভীর ভাবনা শহরের এই পুজোয় গোয়ালিয়রের তিন ছক্কায় বাটলারকে টপকালেন সূর্যকুমার, দিল্লিতে টপকাতে পারেন পুরানকে কাতারের মুন টাওয়ার এবার হুগলিতে! শহর থেকে দূরে হলেও তাক লাগাচ্ছে এই পুজো গভীর রাতে জয়নগরের নাবালিকার দেহ গ্রামে পৌঁছতেই উঠল ‘ফাঁসি চাই’ স্লোগান নীচে জাতীয় সড়ক, উপরে ছুটছে মেট্রো! এশিয়ার দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার ভারতে ভারতের কথা মেনে নিল ব্রিটেন, বিরোধ এড়িয়ে মরিশাস পেল চাগোস দ্বীপপুঞ্জ লক্ষ্মীপুজোর পরই সেনাপতির চন্দ্রর ঘরে গমন, আয় বাড়বে, ৫রাশির হবে অপ্রত্যাশিত লাভ চুরি করতে এসে মহিলার ঘরের কাজ করে গেল চোর! লিখে রেখে গেল মিষ্টি একটি চিঠিও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.