অলিম্পিক্সে জোড়া মেডেল জয়ী মনু ভাকের অবশেষে ৬ মাসের বিরতি কাটিয়ে শুটিংয়ে ফিরলেন। প্যারিস অলিম্পিক্সে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন তিনি। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পদক জিতেছিলেন মনু। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক্সের এই বিভাগে পদক জেতেন তিনি। এরপর মিক্সড ১০ মিটার এয়ার পিস্তলে দলগতভাবে ব্রোঞ্জ পদক জেতেন মনু। যেখানে তিনি জুটি বেঁধে ছিলেন সরবজ্যোৎ সিংয়ের সঙ্গে। তৃতীয় মেডেলটি হাতছাড়া করেছিলেন অল্পের জন্য। এবার পরবর্তী (২০২৮ সাল) অলিম্পিক্স জন্য প্রস্তুতি শুরু করলেন মনু। এপ্রিলে দুটি বিশ্বকাপে অংশগ্রহণের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মঞ্চে যাত্রা শুরু করবেন তিনি। এরপর বছরের শেষে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন এই শুটার। তবে এই মুহূর্তে খুব বেশি দূরের কথা চিন্তা করতে চাইছেন না মনু।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মনু ভাকের বলেন, ‘এটা একটা লম্বা বিরতি ছিল। আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবং ন্যাশনাল গেমস মিস করেছিলাম। আমার মাথায় বাছাই পর্বের ট্রায়ালের বিষয়টি ছিল, সেই কারণে আমি এখান থেকে শুরু করতে চেয়েছিলাম। আমি সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছিলাম এবং জুলাইয়ের (অলিম্পিক্স) থেকে এটা সঠিক পথেই আছে।’ তিনি আরও বলেন, ‘এর আগে, আমি সকাল থেকে বিকেল পর্যন্ত প্রত্যেকদিন শুটিং রেঞ্জে সময় কাটাতাম। বিষয়টা খুবই চাপের ছিল। অলিম্পিক্সের পর বিষয়টা একটু অন্যরকম ছিল। আমি প্রতিটি মুহূর্ত খুব উপভোগ করেছি। সত্যি বলতে এটা খুব মজার ছিল, চিরাচরিত কাজের থেকে একটু অন্যরকম সময় কাটিয়েছি।’
এই মুহূর্তে মনু প্রতিযোগিতার মুডে ফিরে আসতে প্রস্তুতি নিচ্ছে। শুরুটা করেছে তাঁর চেনা পরিচিত করণি সিং রেঞ্জ থেকে। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘আমি এই রেঞ্জে বড় হয়ে উঠেছি। আমার যখন বয়স ১৬, তখন থেকে এখানে শুটিং করছি। এতো বড় বিরতি কাটিয়ে আসার পরেও এটা একদম আলাদা মনে হচ্ছে না। আমি এটা সুস্থভাবে এবং চোট আঘাত মুক্ত ভাবে শুরু করতে চাই। আমি শুটিং উপভোগ করি।’
কোচ যশপাল রানার অধীনে অনুশীলন শুরু করেছেন মনু। তাঁর অধীনে একটি পরিকল্পনা তৈরি করে নিয়ে চাইছেন এই অলিম্পিক্স পদক বিজেতা। মনু বলেন, ‘আমরা ১৫-১৬ দিন ধরে অনুশীলন করছি। ট্রায়ালের পারফরম্যান্স দেখে আমি খুশি। আমরা বাকি মরশুমের জন্য পরিকল্পনা তৈরি করব।’ উল্লেখ্য, সদ্য মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার সম্মান পেয়েছেন মনু ভাকের। জানুয়ারি মাসে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁর হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।