মাত্র কয়েক সপ্তাহ আগেই প্যারিস অলিম্পিক্স থেকে জোড়া ব্রোঞ্জ পদক জিতে দেশে ফিরেছেন ভারতের মেয়ে মনু ভাকের। হরিয়ানার এই মেয়ে দেশের নাম উজ্জ্বল করেছেন শ্যুটিংয়ে। গতবার নিজের পিস্তল বিগড়ে গেছিল বলে জেতা হয়নি পদক, এবারে গেছিলেন আঁটঘাট বেঁধেই। নিজের ওপর ছিল অগাধ আত্মবিশ্বাস। জানতেন, স্কিল রয়েছে তাঁর মধ্যে, শুধু ঠিকঠাক কাজে লাগাতে হবে। এবার অবশ্য বিশ্বাসঘাতকতা করেনি পিস্তল।
অভিনব বিন্দ্রা এবং গগন নারাং ভারতের হয়ে শ্যুটিংয়ে পদক জয়ের পর এক দশকের বেশি সময় পেরিয়ে গেছিল, এই বিভাগে পদক জেতেনি ভারত। রাজ্যবর্ধন সিং রাঠৌরদের উত্তরসুরী কি ভারতে নেই? এই প্রশ্নই যখন ওঠা শুরু করেছে, তখনই প্যারিসে সাইন নদির তীরে জ্বলে ওঠেন মনু। স্রেফ জোড়া ব্রোঞ্জ পদক জেতাই হয়, আরেকটি ইভেন্টেও চতুর্থ স্থানে শেষ করেন। নাহলে পদকের হ্যাটট্রিকও হয়ে যেত তাঁর।
আরও পড়ুন-‘ওর দ্বারা সম্ভব নয়’! সচিনের রেকর্ড ভাঙা নিয়ে ‘বিরাট’ সংশয় প্রকাশ ব্র্যাড হগের…
১০মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত এবং মিক্সড ডবলস, দুই বিভাগেই পদক জেতেন মনু ভাকের। এরপর দেশে ফিরে যেখানেই গেছেন, ২২ বছর বয়সী এই হরিয়ানার সুন্দরী পেয়েছেন রাজকীয় অভ্যর্থনা। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছিল তাঁর ব্য়বহার করে বন্দুকের দাম নাকি কয়েক কোটি টাকা, এবার সেই নিয়েই উত্তর দিলেন প্যারিসে জোড়া ব্রোঞ্জ পদকের মালিক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মনু ভাকেরকে প্রশ্ন করা হয়েছিল প্যারিস অলিম্পিক্সে ব্যবহার করা তাঁর বন্দুকের দাম কি সত্যিই এক কোটি টাকা? এরপরই মনু ভাকের জানিয়ে দেন, যে মূল্য তাঁকে বলা হচ্ছে তাঁর এক শতাংশ মতো দাম হবে প্যারিসে যে বন্দুক দিয়ে তিনি জোড়া পদক জিতেছেন সেই পিস্তলটির। অর্থাৎ কোনওভাবেই কোটি টাকার ধারে কাছে নেই।
আরও পড়ুন-ব্যাটে রান নেই! হয়েছে খুনের মামলা! এবার শেয়ার মার্কেট কারসাজিতেও জরিমানা শাকিবকে…
মনু ভাকের সাংবাদিকের প্রশ্ন শুনে বলেন, ‘কত টাকা? এক কোটি? ধুর…ওটার দাম ওই ১.৫ লক্ষ্য ছেকে ১.৮৫ টাকা মতো। আর ওটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। দামটা নির্ভর করে কোন মডেলের পিস্তল আমি কিনছি, তার ওপর। সেটা নতুন কিনছি না সেকন্ড হ্যান্ড কিনছি। এরপর সেটাকে নিজের সুবিধা মতো তৈরি করে নিচ্ছি কিনা। একটা সময়ের পর বিভিন্ন কম্পানি তখন বিনামূল্যেই পিস্তল দেয় শ্যুটিংয়ের জন্য ’।
আরও পড়ুন-ভিডিয়ো- কানপুর যাওয়ার পথে অশ্বিনের লেগ পুলিং! জাদেজা-বুমরাহ বললেন ‘Thala for a reason’
নিজের জীবনের আরও বিভিন্ন দিক নিয়েও আলোচনা করে মনু ভাকের জানান, কখনও কখনও তাঁরও মাথা গরম হয়, কোনও কিছুর জন্য রেগে যান। তবে সেটা ভালো দিকেই কাজে লাগান তিনি, যেটা একজন ক্রীড়াবিদের খুবই প্রয়োজন। একই সঙ্গে ভারতের হয়ে ইতিহাস গড়া মনু বলছেন, তিনি সাজতে খুব ভালোবাসেন। তবে জীবনের প্রথম ভালোবাসা শ্যুটিং। তাই সেটাকে নিয়েই যতদিন সম্ভব থাকতে চান এবং দেশের জন্য যত বেশি সম্ভব পদক জিততে চান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।