প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারতীয় হকি দল ব্রোঞ্জ পদক জিতেছিল। এবার তাই দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান, মেজর ধ্যান চাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য তাঁর নাম সুপারিশ করা হল। পাশাপাশি সুপারিশ করা হয়েছে প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারের নামও। তবে তালিকায় নেই মনু ভাকেরের নাম। ভারতের শুটার মনু ভাকের, যিনি অলিম্পিক্সের এক সংস্করণে একাধিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইতিহাসে তাঁর নাম খোদাই করেছিলেন, তাঁর নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত ক্রীড়াবিদদের তালিকায় পাওয়া যায়নি। এই বছরের শুরুর দিকে প্যারিস অলিম্পিক্সে তরুণ শুটারের দুর্দান্ত প্রদর্শনের পরে এটি নিঃসন্দেহে একটা বড় ধাক্কা।
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, ক্রীড়া মন্ত্রকের কর্তারা দাবি করেছেন যে মনু পুরস্কারের জন্য আবেদন করেননি, তবে তাঁর পরিবারের ঘনিষ্ঠ সূত্র দাবিটি প্রত্যাখ্যান করেছেন। তাঁরা পাল্টা জানিয়েছেন যে মনু আবেদন পত্র পাঠিয়েছিলেন। এমনকী মনু পুরস্কারের জন্য আবেদন না করলেও, এটা অদ্ভুত যে প্যারিস অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ পদক জয়ের পরেও মন্ত্রণালয় তাঁর নাম বিবেচনা করেনি। ২০২৩ সালে, ভারতের পেসার মহম্মদ শামিও অর্জুন পুরস্কারের জন্য আবেদন করেননি কিন্তু বিসিসিআই জোর দেওয়ার পরে তাঁকে এই সম্মান দেওয়া হয়েছিল।
মনুকে ২০২০ সালে 'ক্রীড়ায় অসামান্য পারফরম্যান্স'-এর জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল। তবে এখন মনে হচ্ছে তিনি এখনও খেলরত্ন অ্যাওয়ার্ড পাওয়া থেকে কয়েক কদম দূরে রয়েছে। উল্লেখ্য, এর আগে এক অদ্ভুত পোস্ট করে ট্রোলের স্বীকার হয়েছিলেন এই শুটার। নিজের এক্স হ্যান্ডেলে মনু লিখেছিলেন, ‘আমায় একটা কথা বলো, আমি কি মেজর ধ্যান চাঁদ খেলরত্ন পাওয়ার যোগ্য?’ যদিও পরে সেই পোস্ট ডিলিট করা হয়। অনেকে তাঁর পোস্ট দেখে মনে করেন একটু বেশিই উচ্চাকাঙ্খায় ভুগছেন মনু ভাকের। এত তাড়াতাড়ি সব কিছু সম্ভব নয়, তাই তাঁকে ট্রোলিং করছেন।
অন্য দিকে পুরস্কার কমিটি অর্জুনের জন্য ৩০ জন ক্রীড়াবিদদের নামও সুপারিশ করেছে। সেই তালিকার বিশিষ্ট নামগুলির মধ্যে একটি হল পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিগীর আমান সেহরাওয়াত। তিনি প্যারিস এবং হ্যাংজু এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতে দেশের নাম উজ্জ্বল করেছিলেন। পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন শুটার স্বপ্নিল কুসালে এবং সরবজোত সিংও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।