ভারতের শুটার মনু ভাকের, যিনি অলিম্পিক্সের এক সংস্করণে একাধিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইতিহাসে তাঁর নাম লিখিয়েছেন, তাঁর নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত ক্রীড়াবিদদের তালিকায় দেখা যায়নি। এরপরেই কয়েদিন ধরে বিষয়টি নিয়ে জল্পনা চলতে থাকে। এবার বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসলেন খোদ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। দেশের হয়ে মেডেল নিয়ে আসা মনুর নাম তালিকায় দেখা না যাওয়ায় বেশ অবাক হয়েছিলেন সকলে। প্রশ্ন তুলতে শুরু করেছিলেন ক্রীড়ামন্ত্রক এবং ১২ সদস্যের অ্যাওয়ার্ড কমিটির বিরুদ্ধে। এরপর মন্ত্রকের তরফে বলা হয়, ‘এটা ফাইনাল লিস্ট নয়। এখনও প্রক্রিয়া চলছে।’
পুরস্কার বাছাই কমিটির নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি রামাসুব্রমানিয়ান এবং রয়েছেন প্রাক্তন মহিলা হকি খেলোয়াড় রানি রামপাল, বক্সার বিজেন্দ্র সিং এবং ক্রিকেট গ্রেট অনিল কুম্বলেও। যারা খেল রত্নের জন্য তাঁদের আবেদন জমা দেন তা বিবেচনা করে থাকে এই কমিটি, কিন্তু প্রয়োজনে সেই তালিকায় নেই এমন নামগুলি নিয়ে আলোচনা করারও ক্ষমতা রয়েছে কমিটির কাছে। সোমবার শুটিং ফেডারেশন (NRAI) ক্রীড়া সচিব সুজাতা চতুর্বেদীকে চিঠি লিখে অনুরোধ করেছিলেন যে মন্ত্রক ‘অসাধারণ পারফরম্যান্সের ভিত্তিতে’ খেলরত্নের জন্য ভাকেরকে বিবেচনা করুক।
HT-র সঙ্গে কথা বলার সময়, NRAI সভাপতি কালীকেশ সিং দেও বলেছেন: ‘তিনি আবেদন করেছেন কি না তা আমরা জানি না, তবে যদি তিনি করেন তবে আমি মনে করি না কমিটির তাঁকে বিবেচনা না করার কোনও কারণ ছিল। তিনি যদি আবেদন না করেন, তাহলে কমিটি কিছুই করতে পারে না। আমরা আশাবাদী যে মন্ত্রক আমাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পেরেছে এবং তাঁকে সেই পুরস্কার দেবে যা তিনি পাওয়ার পুরোপুরি যোগ্য।’
যদিও মঙ্গলবার মনু স্বীকার করে নেন যে খেলরত্নের আবেদন করার সময় তাঁর তরফে ভুল করা হয়েছিল। এদিন নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানান, ‘মনোনয়নের সময় আমি ভুল করেছিলাম, সেটা শুধরে দিয়েছি। পুরস্কার পাই বা না পাই, দেশের জন্য যতটা সম্ভব পদক জেতার চেষ্টা চালিয়ে যাব। এ বিষয়ে আর কথা না বলার জন্য সবাইকে অনুরোধ করছি।’ উল্লেখ্য, মনু এবছর প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে এবং মিক্সড টিম বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। প্রথমবার ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে ভারত পদক জিতেছিল তাঁর হাত ধরে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।