বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: লুজ শট খেলে আউট রোহিত, ছিঁড়ে খেলেন প্রাক্তনীরা

IND vs AUS: লুজ শট খেলে আউট রোহিত, ছিঁড়ে খেলেন প্রাক্তনীরা

আউট হয়ে হতাশ রোহিত। ছবি- এএনআই 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে হলে আমদাবাদ ম্যাচ জিততেই হবে ভারতকে। তবে এই ম্য়াচে প্রথম দিন থেকেই চাপে থাকে ভারত। কিন্তু বড় রানের জবাবে ব্যাট করতে নেমে রোহিতের আউট হয়ে যাওয়া কোনও ভাবেই মেনে নিতে পারছেন না প্রাক্তন ক্রিকেটাররা। 

গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলছে বর্ডার-গাভাসকার ট্রফির শেষ টেস্ট ম্যাচ। অস্ট্রেলিয়ার বিশাল রানের পাহাড়ের সামনে ব্যাট করতে নেমে গিলের শতরানে ছন্দে ভারত। তৃতীয় দিন সকাল থেকে আক্রমণাত্মকভাবে ব্যাটিং করতে থাকেন রোহিত শর্মা এবং তরুণ ব্যাটার শুভমন গিল। তবে খুব জঘন্য ভাবে আউট হয়ে সমালোচনার মুখে পড়েছেন রোহিত শর্মা।

এই ম্যাচে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ককে রেয়াত করেননি তারা। বরং উল্টো দিক থেকে বোলিং করা নাথান লিয়নকে কিছুটাও সামলে খেলেন দুই ভারতীয় ব্যাটর। বিশেষ করে গত ম্যাচে লিয়ের সামনে লুটিয়ে পড়ে ভারতের ব্যাটিং অর্ডার। ভারত অধিনায়ক রোহিত শর্মা নিজের ক্রিকেট কেরিয়ারে ১৭ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেন। সেই সময় থেকে মনে হচ্ছিল লম্বা ইনিংসের জন্য এগিয়েছেন রোহিত শর্মা।

কিন্তু হঠাৎ ছন্দপতন ঘটে ২১ তম ওভারের শেষ বলে। বল করছিলেন অস্ট্রেলিয়ার কুহেনম্যান। সামান্য শর্টপিচ ডেলিভারি করেন তিনি। রোহিতের কাছে বল আসতে সময় লাগে। কিন্তু ব্যাট চালিয়ে দেন তিনি। ক্যাচ ধরতে ভুল করেননি অস্ট্রেলিয়ার মার্নাস ল্যাবুশান।

পিচে সেট হয়ে গিয়ে এইভাবে উইকেট ছুড়ে দিয়ে আশায় তীব্র হবে সমালোচিত হচ্ছেন রোহিত শর্মা। সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন রবি শাস্ত্রী, সুনীল গাভাসকর ও মুরলী কার্তিকরা। রবি শাস্ত্রী বলেন, ‘এটা বিশ্বাস করা যায়!এই আউটের পর রোহিত নিজেকে লাথি মারতে চাইবে। ও দুর্দান্ত ব্যাট করছিল।’ সহ ধারাভাষ্যকার সুনীল গাভাসকর বলে ওঠেন, ‘বল হয়তো একটু থমকেছে।’ সঙ্গে থাকা কার্তিকও বলেন, ‘এই আউটের পর রোহিত নিজের উপর খুব বিরক্ত হবে। ও খুব সুন্দর খেলছিল। একটা সিঙ্গেল নেওয়ার জন্য বলটাকে ঠেলে দিয়েছে। কিন্তু তা সরাসরি ল্যাবুশানের কাছে পৌঁছে যায়।’

৫৮ বলে ৩৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান রোহিত শর্মা। ভারত অধিনায়ককে আউট করার পর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উল্লাস দেখেই বোঝা গিয়েছে কতটা গুরুত্বপূর্ণ ছিল তাঁর এই উইকেট। তবে রোহিতের আউটের ধাক্কা কিছুটা সামলে এগিয় চলেছে ভারত। তরুণ ব্যাটার শুভমন গিল ১২৮ রান করে আউট হয়েছেন। মূলত তাঁর ব্যাটে ভর করেই বড় রানে এগিয়ে যায় টিম ইন্ডিয়া।

বন্ধ করুন