বাংলা নিউজ > ময়দান > এত মানুষকে অনুপ্রাণিত করতে পারাটাও একটা শিল্প: ধোনি প্রসঙ্গে স্টোয়নিস

এত মানুষকে অনুপ্রাণিত করতে পারাটাও একটা শিল্প: ধোনি প্রসঙ্গে স্টোয়নিস

মহেন্দ্র সিং ধোনি। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

স্টোয়নিস জানালেন এত মানুষকে অনুপ্রাণিত করতে পারাটাও একটা শিল্প

শুভব্রত মুখার্জি: জাতীয় দল থেকে অবসর নিয়েছেন বেশ কয়েক বছর হল। বর্তমানে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে একমাত্র আইপিএলেই খেলেন। তবে মহেন্দ্র সিং ধোনির জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। যা ফের একবার প্রমাণিত সদ্য টি-২০ বিশ্বকাপ জয়ী অজি তারকা অলরাউন্ডার মার্কাস স্টোয়নিসের কথাতে। শেষ আইপিএলের এক কথোপকথনের মুহূর্তের কথা সামনে এনে ধোনিতে অভিভূত স্টোয়নিস জানালেন এত মানুষকে অনুপ্রাণিত করতে পারাটাও একটা শিল্প।

আইপিএল ২০২১ প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস দল। সেই ম্যাচে শেষদিকে ৬ বলে ১৮ রান করে দলকে জয় এনে দিয়েছিলেন ধোনি। ম্যাচ শেষে ধোনির সঙ্গে এক দীর্ঘ কথোপকথনের কথা সামনে তুলে ধরলেন মার্কাস। সেই কথোপকথনে ধোনির থেকে ম্যাচ শেষ করার বিষয়ে কি 'স্পেশ্যাল' শিক্ষা পেয়েছিলেন সেকথা জানালেন তিনি। 'ব্যাকস্টেজ উইথ বোরিয়া' অনুষ্ঠানে স্টোয়নিস বিষয়টি খোলসা করেন।

মিডল অর্ডার ব্যাটার হিসেবে তার ভূমিকা ঠিক কেমন হতে পারে সেই বিষয়ে ধারণা পেতে হার্দিক, ধোনি সহ একাধিক ক্রিকেটারের সঙ্গে আলোচনা করেছেন তিনি। চাপের সময়ে তাদের মধ্যে ঠিক কি ধরনের ইমোশন কাজ করে তা বোঝার চেষ্টা করেছেন স্টোয়নিস। তিনি জানিয়েছেন 'গত বছর যারা মিডল অর্ডারে ব্যাট করে এমন একাধিক ক্রিকেটারের সঙ্গে আমি কথা বলেছি। হার্দিক আমাকে বলেছিল তোমাকে এই সুযোগকে দলের হয়ে ম্যাচ জেতানোর সুযোগ হিসেবে ব্যবহার করতে হবে। আমি এই বিষয়ে একটি ম্যাচে ধোনির দলের কাছে দিল্লির হারের পরে বিশদে আলোচনা করেছি। কী ধরনের রুটিনের মধ্যে দিয়ে ও (ধোনি) যায়, তা আমাকে জানিয়েছিল। কীভাবে একটা ম্যাচকে ও দেখে সেটা বলেছিল। কীভাবে নিজের শ্বাস প্রশ্বাস ও নিয়ন্ত্রণ করে তা জানিয়েছিল। নিজের ইমোশন কিভাবে নিয়ন্ত্রণ করে জানিয়েছিল। তখন আমি বুঝতে পারি একাধিক জিনিস সাফল্যের পিছনে রয়েছে। আমাকে ধোনি বলেছিল ম্যাচের শেষ পর্যন্ত থাকতে হবে এবং দায়িত্ব নিতে হবে‌ । তুমি ১৮ ওভারেই ম্যাচ শেষ করার কথা ভেবে খেলতে পার। সেক্ষেত্রে সমস্যা হল তুমি আউট হয়ে গেলে বিষয়টি তুমি অন্য কারুর উপর ছেড়ে দিয়ে যাচ্ছ। ধোনি যখন মাঠে থাকে তখন ওর দল ছাড়াও বিপক্ষ দল, গ্যালারিতে দর্শকরা ওকে নিয়ে ভাবে। এত লোককে একসঙ্গে অনুপ্রেরণা জোগানোটা একটা শিল্প বলেই আমি মনে করি।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন