২০১৮ সালের বিতর্কিত ‘স্যান্ডপেপার’ কান্ডের পর কেটে গিয়েছে তিন তিনটি বছর। সেই ঘটনার স্মৃতি ভুলে আবারও যখন স্টিভ স্মিথের হাতে পুনরায় অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেওয়ার কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়ার একাংশ, তখনই ক্যামেরন ব্যানক্রফ্টের এক মন্তব্যকে ঘিরে আবারও ফিরে এসছে সেই কালো দিনের বিতর্কের ছায়া।
‘স্যান্ডপেপার’ কান্ডের পুনরুত্থান, তাঁর প্রিয় স্মিথের পুনরায় অধিনায়ক নির্বাচনের পথে আবারও বাঁধার সৃষ্টি করতে পারে বলেই মনে করছেন মার্ক টেলর। প্রাক্তন অজি অধিনায়কের বরাবরই পছন্দের পাত্র স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে প্রথমবার মাঠে নামার আগে অজি ক্রিকেটের ঐতিহ্যশালী অধিনায়কের জ্যাকেটও স্মিথের হাতে তুলে দেন টেলরই।
ব্যানক্রফ্টের সাম্প্রতিক মন্তব্যে স্মিথের কোন উল্লেখ না থাকলেও তা আবারও অজি তারকার পথে বাঁধা হয়ে দাঁড়াবে বলেই দাবি টেলরের। প্রাক্তন অজি অধিনায়ক স্পোটর্স সানডেতে বলেন, ‘এটা (‘স্যান্ডপেপার’ কান্ডের পুনরুত্থান) কোনভাবেই ওকে সাহায্য করবে না। এই নিয়ে কোন সন্দেহই নেই, কারণ আমার মতে ক্রিকেটের সাথে জড়িত সকলেই ওই ঘটনাকে ভুলে যেতে চাইলেও তা এত সহজে মুছে ফেলা যাবে না। তবে স্মিথকে পুনরায় অধিনায়ক হিসাবে দায়িত্ব দেওয়ার বিষয়ে যে জোরকদমে ভাবনাচিন্তা চলছে সে বিষয়ে কোন দ্বিমত নেই।’
টেলরের পাশাপাশি অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক টিম পেইনও স্মিথের হয়ে ব্যাট ধরলেও ইয়ান চ্যাপেলের মতে এই সিদ্ধান্ত আবার পিছনের দিকে হাঁটাকেই ইঙ্গিত করবে। অস্ট্রেলিয়া অধিনায়ক হিসাবে তাঁর আবার পছন্দ প্যাট কামিন্সকে। অবশেষে কার কাঁধে অজ অধিনায়কত্বের দায়িত্ব ওঠে, সেটাই এখন দেখার বিষয়।