ক্রিকেট বিশ্বের দুই প্রান্তে চলছে ক্রিকেটের দুটি ফরম্যাটের খেলা। এক দিকে আইপিএল। আর অন্যদিকে চলছে কাউন্টি চ্যাম্পিয়নশিপ। শনিবার কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সেঞ্চুরির করেছেন মার্নাস ল্যাবুশান। তিনি আইপিএল খেলছেন না। আগামী মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। তার আগে মার্নাসের এই শত রান চাপে রাখবে ভারতকে। বর্ডার-গাভসকর ট্রফির সময় ২৮ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার মাত্র একটি অর্ধশতরান করেন। এছাড়াও তিনি ডিসেম্বর মাসে আয়োজিত অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি ম্যাচে ১৬৩ রান করেন। এই কয়েকটি ম্যাচ বাদ দিলে ল্যাবুশান আর কিছু উল্লেখযোগ্য করতে পারেননি। তবে ভারতের মুখোমুখি হওয়ার আগে এই দুরন্ত শতরান অস্ট্রেলিয়ার জন্য ভালো খবর এনে দিয়েছে।
মার্নাস বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরুর আগে নিজেকে তৈরি করে নিচ্ছেন। ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছেন তিনি। আর এরপরেই তিনি ইয়র্কশায়ারের বিপক্ষে ২৪টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি মেরে বড় রান করে যান। বর্তমানে ল্যাবুশান ফর্মে ফিরে এসেছেন কিন্তু এর আগে চারটি কাউন্টি ম্যাচে মাত্র ১৭, ৫, ৬৪ এবং ৬৫ রানের বেশি করতে পারেননি। তবে এবার তিনি তিন অঙ্কের রান করায় অনেকটাই স্বস্তি পেয়েছেন।
অজি ক্রিকেটার সাংবাদিকদের বলেন, 'আমি এই ম্যাচে বেশ ভালোভাবেই খেলেছি। আমি কয়েকটি সুন্দর স্ট্রেইট ড্রাইভ, কয়েকটি সুন্দর কভার ড্রাইভ এবং মিড উইকেটের মাধ্যমে একটি ফ্লিক হিটও করেছি। এছাড়াও খেলার গতি বাড়ানোর চেষ্টা করছি যাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং অ্যাশেজে ভালো খেলতে পারি।'
ম্যাচের তৃতীয় দিনে লিডসে অবিরাম বৃষ্টি শুরু হয়। তৃতীয় দিনের ম্যাচ শুরুর আগেই বন্ধ করে দেওয়া হয়। দ্বিতীয় ইনিংসে গ্ল্যামারগান চার উইকেটের বিনিময়ে করে ৩৫২ রান। এই রানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ল্যাবুশান এবং অভিজ্ঞ ডানহাতি ব্যাটার স্যাম নর্থইস্টের। স্যাম কারেন ৬৮ রান। স্যাম নর্থইস্ট বিবিসি স্পোর্টস ওয়েলসকে ল্যাবুশানের বিষয়ে বলেন, 'ল্যাবুশান মাঝে মাঝে অদ্ভুত আচরণ করেন। তবে ও অসাধারণ কিছু শটও খেলেছে এই ইনিংসে।' গ্ল্যামরগান ৪৯১ রান করে ম্যাচ শেষ করে। এখন জয়ের জন্য তাদের ইয়র্কশায়ারের ১০ উইকেট প্রয়োজন।
আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডের লর্ডসে দ্বিতীয়বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে ভারত এবং অস্ট্রেলিয়া। তার আগে অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটারের রানে ফিরে আসায় স্বাভাবিকভাবেই স্বস্তি পেয়েছে অজি বাহিনী। অন্যদিকে ভারতের টেস্ট দলের ব্যাটিং স্তম্ভ চেতেশ্বর পূজারাও এই টুর্নামেন্ট খেলছেন এবং মোটামুটি স্বাভাবিক ছন্দে রয়েছেন তিনি।