বাংলা নিউজ > ময়দান > 'অবসর নেয়নি, ভালো খেলতে মরিয়া', বাদ পড়া গাপটিলের পাশে উইলিয়ামসন

'অবসর নেয়নি, ভালো খেলতে মরিয়া', বাদ পড়া গাপটিলের পাশে উইলিয়ামসন

মার্টিন গাপটিল (AP)

৩৬ বছর বয়সি গাপটিল দীর্ঘ ১৪ বছর ধরে সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের অন্যতম স্তম্ভ। সম্প্রতি তাঁকে ক্রিকেট নিউজিল্যান্ড নিজেদের কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে দিয়েছে। উল্লেখ্য সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপেও খেলেননি তিনি।

শুভব্রত মুখার্জি: সদ্য নিউজিল্যান্ড বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মার্টিন গাপটিল। এমন আবহেই ওয়ানডে সিরিজে মুখোমুখি হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড দুই দল। তাঁর আগেই দলের ওপেনার মার্টিন গাপটিলের উদ্দেশ্যে দরাজ সার্টিফিকেট দিলেন দলনায়ক কেন উইলিয়ামসন। উইলিয়ামসনের মতে এখনও খেলা চালিয়ে যেতে মুখিয়ে রয়েছেন গাপটিল। পাশাপাশি প্রতিদিন উন্নতির জন্যও চেষ্টা চালাচ্ছেন তিনি।

প্রসঙ্গত ইডেন পার্ক, অকল্যান্ডে শুক্রবার প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ভারতীয় দল। টি-২০ সিরিজ ভারতীয় দল ইতিমধ্যেই জিতে নিয়েছে ১-০ ফলে। ওয়ানডে সিরিজ শুরুর আগেই সাংবাদিক সম্মেলনে উইলিয়ামসন জানিয়েছেন 'আমার সঙ্গে ওঁর (গাপটিলের) বেশ কিছু কথাবার্তা হয়েছে। নিউজিল্যান্ডের জন্য ও একজন অসাধারণ ক্রিকেটার। ও অন্যান্য লিগে খেলার সিদ্ধান্ত নিলেও জাতীয় দলের হয়ে খেলতে প্রস্তুত। সাদা বলের ক্রিকেটে ও আমাদের অন্যতম সেরা ক্রিকেটার। বিষয়টি হল দুইয়ের মধ্যে সামঞ্জস্য রাখার বিষয়। আমরা এর আগেও এটা দেখেছি। যখন অন্যান্য ক্রিকেটাররা অন্যান্য সুযোগ এইভাবেই গ্রহণ করেছে। পৃথিবীটা চলমান। ও (গাপটিল) তো অবসর নেয়নি। দেশের হয়ে খেলতে ও এখনও মুখিয়ে। আরো উন্নতি করতে ও প্রস্তুত। সবকিছুকে ম্যানেজ করাটা গুরুত্বপূর্ণ।'

উল্লেখ্য ৩৬ বছর বয়সি গাপটিল দীর্ঘ ১৪ বছর ধরে সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের অন্যতম স্তম্ভ। সম্প্রতি তাঁকে ক্রিকেট নিউজিল্যান্ড নিজেদের কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে দিয়েছে। উল্লেখ্য সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপেও খেলেননি তিনি। দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে ও খেলা হয়নি তাঁর। ওয়ানডে সিরিজেও নেই তিনি। দেশের হয়ে তিনি ৪৭টি টেস্ট খেলেছেন। ২৯.৩৮ গড়ে করেছেন ২৫৮৬ রান। দেশের হয়ে ১৯৮টি ওয়ানডে খেলে তিনি করেছেন ৭৩৪৬ রান। গড় ৪১.৭৩। পাশাপাশি ১২২ টি টি-২০ ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ৩৫৩১ রান। গড় ৩১.৮১।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার! মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ ‘আর কোনো কষ্ট হবে না..’, মাতৃসম হবু শাশুড়িকে হারিয়ে শোকস্তব্ধ ‘মিশকা’ অহনা! নির্মলার কাছে ব্যবসায়ীর ক্ষমা চাওয়ার ভিডিয়ো ফাঁস, নেতাকে দল থেকে তাড়াল BJP আগামিকাল কন্যা সংক্রান্তি, জেনে নিন স্নান দানেরশুভ সময় ও পুজোর পদ্ধতি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.