শুভব্রত মুখার্জি: চলতি মহিলা টি-২০ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং আয়ারল্যান্ড দুই দল। ম্যাচে ইতিমধ্যেই নজর কেড়ে ফেলেছেন আয়ারল্যান্ডের কিপার ম্যারি ওয়ালড্রন। এক নতুন ধরনের হেলমেট পরে সকলের নজর কেড়ে নিয়েছেন তিনি। তাঁর এই নতুন ধরনের হেলমেট দেখে বিস্মিত ক্রিকেট ভক্ত থেকে বিশেষজ্ঞ সকলেই।
আরও পড়ুন… ও একটা শয়তান, জেলে যাওয়ার পরেও বদলায়নি- বরিস বেকারের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ
এদিনের ম্যাচে চিরাচরিত হেলমেট পরে উইকেট কিপিং করতে নামেননি ম্যারি ওয়ালড্রন। তিনি যে নতুন ধরনের হেলমেট পরে খেলতে নেমেছিলেন তা অনেকটা রাগবির হেলমেটের মতো দেখতে। মাথার উপর কোনও ধরনের কোট নিরাপত্তা ছিল না। মুখের সামনের দিকেও ছিল তিনটি গ্রিল এবং মাথাতে একটি হেড ব্যান্ড। তবে এই হেড ব্যান্ড এবং গ্রিলের মাঝের ফাঁকা অনেকটাই বেশি থাকায় তা ছিল বিপদজনক। কোনভাবে পেসার বা স্পিনারের বল মিস করলে ওই গ্রিলের ফাঁক দিয়ে ঢুকে দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা ছিল। চোখের কাছে একটি অতিরিক্ত গ্রিল থাকলেও ভয়ের জায়গা থেকেই যাচ্ছিল। পাশাপাশি ওই হেলমেট পরে সানগ্লাস পরে এদিন কিপিং করতে দেখা যায় তাঁকে। তবে এটি প্রথম নয়, এর আগেও এই নতুন ধরেনর হেলমেট পরে কিপিং করতে দেখা গিয়েছিল ম্যারি ওয়ালড্রনকে। পাকিস্তানের বিরুদ্ধেও তিনি এই হেলমেট পরে মাঠে নেমেছিলেন।
আরও পড়ুন… ভারতের মাটিতে আমরা ‘পরীক্ষায়’ ব্যর্থ হয়েছি- দিল্লি টেস্টে হারের পর অজি কোচের স্বীকারোক্তি
চলতি টি-২০ বিশ্বকাপের অন্যতম বয়স্কতম ক্রিকেটার ওয়ালড্রন। এই মুহূর্তে তাঁর বয়স ৩৮ । ২০১০ সালে আয়ারল্যান্ডের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। এরপর ওয়ানডে এবং টি-২০ ফর্ম্যাটে আয়ারল্যান্ডের হয়ে নিয়মিত খেলেছেন তিনি। এরপর ৫৩টি ওয়ানডে এবং ৬৭টি টি-২০তে খেলেছেন ম্যারি ওয়ালড্রন। আয়ারল্যান্ডের ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটারও তিনি। এ দিনের ম্যাচে ভারত টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেই। এ দিন ভারতের হয়ে ৮৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন স্মৃতি মন্ধানা। এই ম্যাচে ভারতকে জিততেই হত। নক আউট পর্বে যেতে গেলে তাঁদেরকে এই ম্যাচে জিততেই হত। কারণ ইতিমধ্যেই গত ম্যাচে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে তাঁদের। তবে এদিন বৃষ্টির কারণে খেলা মাঝ পথে বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত বৃষ্টি থামেনি ও ডাকওয়ার্থ-লুইস নিয়মে পাঁচ রানে জিতে সেমিফাইনালে পৌঁছে যায় ভারত।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।