ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া। লম্বা সফরে ভারতের বিরুদ্ধে ৪টি টেস্ট এবং ৩টি ওডিআই ম্যাচ খেলবে অজিরা। আর এই সিরিজ যে বেশ কঠিন হবে তা মানছেন সকলে। সম্প্রতি অজি ব্যাটার ম্যাট রেনশর করা মন্তব্যে তা আরও পরিষ্কার। তিনি মনে করেন রবিচন্দ্রন অশ্বিনের মুখোমুখি হওয়া বেশ কঠিন হবে।
আগামী ৯ ফেব্রুয়ারি নাগপুরে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচ খেলা হবে। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া স্পিন বোলিংয়ের উপর বেশি জোর দিচ্ছে। ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, অ্যালেক্স কেরি, ম্যাট রেনশ সহ তারকা খচিত ব্যাটিং লাইনআপের সঙ্গে ভারতীয় বোলারদের লড়াই দেখার জন্য মুখিয়ে আছে সবাই। বিশেষ করে এই বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে অশ্বিন কেমন বল করবেন তা আলোচ্য বিষয় হয়ে উঠেছে।
ভারতের মাটিতে পা দেওয়ার আগে ম্যাট রেনশ এক সাংবাদিক বৈঠকে বলেন, ‘আশ্বিনের মুখোমুখি হওয়া অনেকটাই কঠিন। ওর বোলিংয়ে অনেক বৈচিত্র্য আছে। সেইগুলি বিভিন্ন সময়ে প্রয়োজন মতো ব্যবহার করতে পারে। ফলে আরও ভয়ানক হয়ে ওঠে ও।’ তবে ম্যাট আশাবাদী কিছুক্ষণ অশ্বিনের বোলিং সামলানোর পর তারা ভালো খেলতে পারবে। তিনি বলেন, ‘ওর বিরুদ্ধে খেলা কঠিন। তবে কয়েক ওভার খেলার পর ওর বিরুদ্ধে আমরা অভ্যস্ত হয়ে উঠবো। যে কোনও স্পিনিং উইকেটে আশ্বিন ও অন্যান্য অফ স্পিন বোলারদের সামলানো বাঁহাতি ব্যাটারদের কাছে অনেকটাই চ্যালেঞ্জিং। এলবিডব্লিউ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।’
অশ্বিনের ডেলিভারি সম্পর্কে নিজের দলকে সতর্ক করেছেন রেনশ। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতীয় পিচে স্পিন খেলা খুব কঠিন। অনেক সময় স্লিপে ক্যাচ চলে যায়। সেই সব দেখে খেলতে হবে আমাদের। দুই বছর ধরে আমি ৫ নম্বর পজিশনে ব্যাট করছি। এই অভিজ্ঞতা স্পিন খেলার ক্ষেত্রে অনেকটা সাহায্য করে। আমি এখন আমার খেলার সম্পর্কে অনেকটাই ওয়াকিবহাল। ভিন্ন পরিস্থিতিতে খেলতে আমার ভালো লাগে।’
আগামী কয়েক দিনের মধ্যেই অজি দল ভারতে চলে আসবে। ফলে এক সপ্তাহ সময় পাবেন ক্রিকেটাররা।যা অনেকটাই অস্ট্রেলিয়াকে সাহায্য করবে বলে মনে করেন তিনি। ম্যাট বলেন, ‘প্রথম টেস্টের আগে আমরা এক সপ্তাহ পাব। তাই সেখানে প্রস্তুতির জন্য অনেকটা সময় পাব আমরা।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।