বাংলা নিউজ > ময়দান > ফের ম্যাথু হেডেনেই আস্থা, বিশ্বকাপের আগে তাকে পুনরায় নিয়োগের পথে পিসিবি

ফের ম্যাথু হেডেনেই আস্থা, বিশ্বকাপের আগে তাকে পুনরায় নিয়োগের পথে পিসিবি

ম্যাথু হেডেন। ছবি- টুইটার 

২০২১ টি-২০ বিশ্বকাপে সাফল্য পাওয়ার পরেও বিশ্বকাপের পর হেডেনের সঙ্গে চুক্তি নবীকরন করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে খেলা হবে এবারের টি-২০ বিশ্বকাপের। 

শুভব্রত মুখার্জি: ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে আমীরশাহিতে দুরন্ত পারফরম্যান্স করেছিল পাকিস্তান দল। বিশেষজ্ঞরা অনেকেই সেইবার পাকিস্তানকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ধরে নিয়েছিল।‌তবে সেবার সেমিফাইনালে অজিদের কাছে হেরে তাদের অভিযান শেষ হয়ে গেছিল। পাকিস্তান দলের এই সাফল্যের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তৎকালীন কোচিং স্টাফে থাকা বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি তারকা ম্যাথু হেডেন। এমনটাই ধারণা বিশেষজ্ঞ মহলের। যা খবর তাতে করে বছর শেষের অক্টোবর মাস থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে চলা বিশ্বকাপের আগে হেডেনেই আস্থা রাখতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফের হেডেনকে নিয়োগের বিষয়ে তোড়জোড় শুরু হয়েছে। বলা ভালো তার সঙ্গে পিসিবির চুক্তি প্রায় পাকা।

প্রসঙ্গত ২০২১ টি-২০ বিশ্বকাপে সাফল্য পাওয়ার পরেও বিশ্বকাপের পর হেডেনের সঙ্গে চুক্তি নবীকরন করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে খেলা হবে এবারের টি-২০ বিশ্বকাপের। ২০ ওভারের বিশ্বকাপে খেলার আগে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ-সহ একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। কিউয়িভূমে পা রাখার আগেই হেডেনকে কোচিং প্যানেলে যুক্ত করার কথা ভেবেছে পিসিবি।

২০২১ টি-২০ বিশ্বকাপের মতো এবারও পাকিস্তানের ব্যাটিং পরামর্শ দাতা হিসেবে কাজ করার কথা রয়েছে তার। যদিও পাকিস্তানের বর্তমান ব্যাটিং কোচ হিসেবে রয়েছেন মহম্মদ ইউসুফ। বিশ্বকাপে তারা দুজনে এক সঙ্গে কাজ করবেন বলে খবর পিসিবি সূত্রে।

এই প্রসঙ্গে রামিজ রাজা বলেন, ‘অস্ট্রেলিয়া বিশ্বকাপের সময় পাকিস্তানের দলের সঙ্গে কাজ করার জন্য আমরা ফের ম্যাথু হেডেনকে আনার চেষ্টা করব।’ পাকিস্তানের প্রধান কোচের ভূমিকায় থাকবেন সাকলাইন মুস্তাক। বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবি সভাপতি।

বন্ধ করুন