শুভব্রত মুখার্জি
আবুধাবি গ্রাঁ-পিতে নিজের করিয়ারের প্রথম ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপ জিতলেন রেড বুলের মার্ক ভারস্ট্যাপেন। এক শ্বাসরুদ্ধকর রেসে শেষ ল্যাপে এসে নাটকীয়ভাবে হারিয়ে দিলেন লুইস হ্যামিল্টনকে। লুইস হ্যামিল্টন হারার ফলে তাদের 'ডবল' করা সম্ভব হল না। মার্সিডিজ বিশ্ব কনসর্ট্রাক্টর চ্যাম্পিয়ানশিপে জিতলেও আবু ধাবি রেসে জেতা হল না তাদের।
মরসুমের শেষ রেসে যাওয়ার আগে দুই ড্রাইভার সমান পয়েন্টে ছিলেন। ৩৬৯.৫ পয়েন্ট নিয়ে দুই চালক আবু ধাবি রেস শুরু করেছিলেন। মূল রেসে গ্রিডে ২ নম্বরে থেকে রেস শুরু করেন হ্যামিল্টন। রেসের শুরুতে এদিন লুইস লিড নেন। টার্ন ৭-এ ভারস্ট্যাপেন, হ্যামিল্টনকে টপকে যান। টপকে যাওয়ার সময় দুই চালকের গাড়িতে হাল্কা সংঘর্ষও হয়। ফলে কিছুটা দূরে ছিটকে যান হ্যামিল্টন।
১৪ ল্যাপে এসে প্রতিপক্ষের থেকে ৫.৫ সেকেন্ডের লিড নেন হ্যামিলটন। ১৮ তম ল্যাপে মার্ক তিন নম্বরে উঠে আসেন সেইঞ্জকে টপকে। ২০ এবং ২১ তম ল্যাপে লড়াই জমে ওঠে। ৫৭তম ল্যাপের শেষ পর্যন্ত সেফটি কার্ড খেলে সুবিধাজনক জায়গায় চলে আসেন মার্ক ভারস্ট্যাপেন। একেবারে শেষ ল্যাপে এসে লুইস হ্যামিল্টনকে টপকে বাজিমাত করে আবুধাবি গ্রাঁপি জিতে নেন মার্ক ভারস্ট্যাপেন। সঙ্গে সঙ্গে প্রথম ডাচ ফর্মুলা ওয়ান রেসার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপও নিজের নামে করেন ২৪ বছর বয়সী রেসার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।