মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি খেলা হয়েছিল। এই ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া ৬ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে। জবাবে ১৯.২ ওভারে ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
তবে এদিনের ম্যাচে একটি ঘটনা সকলের নজর কেড়েছে। নেট দুনিয়াতে এই ভিডিয়ো ভাইরাল হচ্ছে। প্রকৃতপক্ষে, ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে বোলিং করার সময়, অস্ট্রেলিয়া দল ভারতীয় দলকে ২০ ওভারে ২০৮ রানের মধ্যেই থামিয়ে দেয়। তবে এই রানের সঙ্গে আরও পাঁচ রান যোগ হতেই পারত। তবে সেই পাঁচ রান হার্ষাল প্যাটেলের থেকে কেড়ে নিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। এই ম্যাচে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ভারতের ইনিংসের ১৯তম ওভারে বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন। সেই সময়ে ম্যাক্সওয়েল আশ্চর্যজনক ফিল্ডিংয়ের দৃশ্য তুলে ধরেন, যার ভিডিয়ো ক্রমশ ভাইরাল হচ্ছে।
আসলে ১৯তম ওভারে যখন এলিস বল করছিলেন, তখন তাঁর বলে দীনেশ কার্তিক এলবিডব্লিউ আউট হন এবং তার পরে মাঠে ব্যাট করতে আসেন হার্ষাল প্যাটেল। মাঠে নেমে বড় শট মারার চেষ্টা করেন হার্ষাল। সেই সময় একটি ছক্কা মারার চেষ্টা করেন। এলিসের বলে হার্ষালের মারা বড় ছক্কাকে আটকে দেন ম্যাক্সওয়েল। হর্ষাল প্যাটেলের ছয় রানকে এক রানে রূপান্তরিত করেন তিনি। দুর্দান্ত ফিল্ডিং-এ মুগ্ধ হয়েছে গোটা ক্রিকেট বিশ্ব।
ম্যাক্সওয়েল বলটি ধরতে ঝাঁপিয়ে পড়েন এবং বাউন্ডারিতে পা দেওয়ার আগে তা ছুঁড়ে দেন মাঠের মধ্যে। এমন অবস্থায় নিশ্চিত ছক্কা ভেবে রান নেননি হার্ষালও। শেষে এমন ফিল্ডিং দেখে এক রান তিনি। ফলে দলের হয়ে ৫ রান বাঁচিয়ে দেন ম্যাক্সওয়েল। আর তাঁর ফিল্ডিং দেখে সবাই তার প্রশংসা করছেন। অন্যদিকে হার্ষাল এমন ভুল আর করবেন না। কারণ বড় শট মারলেও যদি বাউন্ডারি লাইনে ম্যাক্সওয়েল থাকেন তাহলে হার্ষাল রানের জন্য দৌড়াবেন।