কয়েকদিন আগেই ভারতে থাকার জন্য ভিসার আবেদন বাড়িয়েছিলেন মায়া রাজেশ্বরণ রেবথি, কিন্তু এখন তিনিই ভারতীয় টেনিসের অন্যতম চর্চার বিষয়। মাত্র ১৫ বছর বয়সী অনামি অখ্যাত মায়া ডাব্লুটিএর ইভেন্টে তাবর তাবর প্রতিপক্ষদের বেগ দিয়ে দিয়েছেন। ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে মায়ার এমন পারফরমেন্সের সুবাদে তিনি পৌঁছে গেছেন এল অ্যান্ড টি মুম্বই ওপেনের সেমিফাইনালে। ওয়াইল্ড কার্ড কোয়ালিফায়ারই এখ হয়ে উঠেছে মেন ড্রর সেমিফাইনালিস্ট। এমন পারফরমেন্সের পর মায়া নিজেই বলছেন, ‘এটা আমার প্ল্যান ছিল না। কিন্তু ওরা আমায় একটা সুযোগ দিয়েছিল, আর এখন সেই সুযোগই আমি কাজে লাগিয়ে সাফল্য পাচ্ছি ’।
আরও পড়ুন-ফর্ম্যাট বদলের সঙ্গে সঙ্গেই ফর্মে ফিরবেন রোহিত-বিরাট! আশায় প্রাক্তন ব্যাটিং কোচ
জাপানের মেই ইয়ামাগুচিকে শুক্রবার কোয়ার্টার ফাইনালে হারিয়ে দেন মায়া। তিনি প্রথম ভারতীয় সিঙ্গলস খেলোয়াড় যিনি ডাব্লুটিএ ১২৫ ইভেন্টে মুম্বইতে এত দূর এগোলেন অর্থাৎ সেমিফাইনাল পর্যন্ত পৌঁছালেন। সানিয়া মির্জা এর আগে ডাব্লুটিএর এক প্রতিযোগিতায় সিঙ্গলসে সেমি পর্যন্ত উঠলেও এই প্রতিযোগিতায় মায়াই প্রথম ভারতীয় সেমিফাইনালিস্ট।
আরও পড়ুন-‘ব্যালন ডি অরের কোনও বিশ্বাসযোগ্যতা নেই! আমিই সবথেকে…’ মেসিকে খোঁচা রোনাল্ডোর?
মাত্র ১৫ বছর বয়স হওয়ায় মায়া রাজেশ্বরণ মূলত জুনিয়র সার্কিটেই খেলে থাকেন। এই পারফরমেন্সের ফলে ডাব্লুটিএ ক্রমতালিকায় সামান্য উন্নতি করে ৬০০র মধ্যে ঢুকে পড়তে পারেন তিনি। সবেমাত্র শুরুর দিন হলেও ভারতীয় টেনিসের বর্তমান যুগে যখন তেমন আগামীর প্রতিভা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে মায়ার আগমন নিঃসন্দেহে দেশের টেনিসকে স্বস্তি দেবে।
আরও পড়ুন-‘আজকে আমরা রেফারি কিনতে পারিনি’, বাগান সচিবের খোঁচা লালহলুদকে! ISLর সূচিতেও অখুশি
ম্যাচ শেষে মায়া বলছিলেন, দ্বিতীয় সেটে খেলার সময় তাঁর খেলা যদি নিম্নগামী হত তাহলে জাপানের ইয়ামাগুচি সুযোগ পেয়ে যেত। তাই অলআউট আক্রমণে গেছিলেন তিনি। এতদূর আসতে পারবেন তাও ভাবতে পারেননি, তবে এতটা এগিয়ে আসায় পরের ম্যাচটিও জয়ের জন্যই টার্গেট করছেন তিনি। আর তাতেই হাতে পেয়েছেন ফল। ভালো সার্ভ তো করছিলেনই, সঙ্গে ম্যাচ শেষও তিনি করলেন দুর্দান্ত এক ফোরহ্যান্ড শট খেলে। পরের ম্যাচে তাঁর প্রতিপক্ষ ১১৭ নম্বর তালিকায় থাকা জিল টেকম্যান।
মায়ার এই পারফরমেন্সের পর উচ্ছসিত টেনিস তারকা রোহন বোপান্নাও। তিনিও তাঁর খেলার ভূয়সী প্রশংসা করে বলেছেন, এমন পারফরমেন্স যদি আগামী দিনে জারি রাখতে পারেন মায়া, তাহলে তাঁর ভবিষ্যৎ যেমন উজ্জ্ল, তেমন ভারতীয় টেনিসও আগামীর তারকা পেতেই পারে। রোহন বোপান্না লেখেন, ‘মায়া রাজেশ্বরণের পারফরমেন্স ডাব্লুটিএ ১২৫ এ অত্যন্ত দৃষ্টিনন্দন এবং উপভোগ্য। মাত্র ১৫ বছর বয়সেই ও দুর্দান্ত মানসিকতার এবং দৃঢ়তার পরিচয় দিচ্ছে অনেক অভিজ্ঞ খেলোয়াড়দের বিরুদ্ধে। এই পারফরমেন্স জারি রাখতে হবে আগামী দিনে ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।