বাংলা নিউজ > ময়দান > পেসারদের অনায়াসে সুইপ-রিভার্স সুইপ, মহারাজা ট্রফিতে নয়া 'অবতারে' ময়াঙ্ক

পেসারদের অনায়াসে সুইপ-রিভার্স সুইপ, মহারাজা ট্রফিতে নয়া 'অবতারে' ময়াঙ্ক

নয়া 'অবতারে' ময়াঙ্ক। ছবি টুইটার

ফর্মে ফিরতে বলা ভালো ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স করার লক্ষ্যে নিজের ব্যাটিং স্টাইলেই বেশ কিছু পরিবর্তন করেছেন তিনি। ব্যাট করার ধরন থেকে স্ট্যান্স সবেতেই এনেছেন অল্পবিস্তর টেকনিক্যাল পরিবর্তন।

শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা নবীন প্রতিভাবান ব্যাটার ময়াঙ্ক আগরওয়াল। কয়েকবছর আগেও ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। ওপেনার হিসেবেও খেলেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস। ভারতের শেষ অস্ট্রেলিয়া সফরে যে ঐতিহাসিক ব্রিসবেন টেস্ট জিতে ভারত সিরিজ জয় নিশ্চিত করেছিল সেই ম্যাচের চতুর্থ ইনিংসে একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। তবে ব্যাট হাতে ফর্মের ধারাবাহিকতার অভাবে ভুগতে হয়েছে তাকে। ফলস্বরূপ জাতীয় দল থেকেও বাদ পড়েছেন তিনি। তবে এবার নিজেকে যেন আমূল পরিবর্তন করে মহারাজা ট্রফিতে নয়া 'অবতারে'ধরা দিলেন ময়াঙ্ক আগরওয়াল।

আরও পড়ুন: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ২য় বাছাইকে হারালেন প্রণয়, প্রিকোয়ার্টারে লক্ষ্য, হারলেন শ্রীকান্ত

ফর্মে ফিরতে বলা ভালো ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স করার লক্ষ্যে নিজের ব্যাটিং স্টাইলেই বেশ কিছু পরিবর্তন করেছেন তিনি। ব্যাট করার ধরন থেকে স্ট্যান্স সবেতেই এনেছেন অল্পবিস্তর টেকনিক্যাল পরিবর্তন। উল্লেখ্য আগের মরশুমের আইপিএলে রান পাননি ময়াঙ্ক আগরওয়াল। পঞ্জাব কিংসকে নেতৃত্ব দিলেও ব্যাট হাতে তার পারফরম্যান্স ছিল একেবারেই খারাপ। এরপরেই সাদা বলের ক্রিকেটে নিজের খেলার ধরন বদলে ফেলার কাজ শুরু করেন তিনি। উল্লেখ্য আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে ১২ ইনিংসে তিনি করেছিলেন মাত্র ১৯৬ রান। গড় ছিল ১৬.৩৩।

কর্ণাটকের স্থানীয় টি-২০ লিগে একেবারে নয়া 'অবতারে' ধরা দিয়েছেন তিনি। চলতি মহারাজা টি-২০ ট্রফিতে ১১টি ইনিংসে ৪৮০ রান করে ফেলেছেন ময়াঙ্ক। গড় দুর্দান্ত ৫৩.৩৩। বেঙ্গালুরু ব্লাস্টার্সের হয়ে এই ট্রফিতে খেলছেন তিনি। ইতিমধ্যেই করে ফেলেছেন দুটি শতরানও।

তিনি জানিয়েছেন 'শেষ চার মাসে ব্যাটিং নিয়ে কঠোর পরিশ্রম করেছি। পেসারদের বলেও সুইপ এবং রিভার্স সুইপ মারার আত্মবিশ্বাসটা পেয়েছি। নিজের খেলায় ৪-৫টি নয়া দিক উন্মোচন করেছি। পরিশ্রমের ফল পাচ্ছি বলে ভাল লাগছে। মহারাজা ট্রফির মতো প্রতিযোগিতায় দুটো শতরান করে বেশ ভালো লাগছে। ব্যাটে রান থাকলে সামনে থেকে নেতৃত্ব দেওয়াও সম্ভব।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা আসন্ন নতুন বাংলা বছর ১৪৩০, নাকি ১৪৩১? পয়লা বৈশাখ কবে? রইল নববর্ষের খুঁটিনাটি কাকলির প্রচারে ‘থিম সং’, বানালো তৃণমূল ছাত্র পরিষদ আগে শুধু লেগে মারতাম তারপর...-কীভাবে বোলারদের ত্রাস হয়ে উঠেছেন, জানালেন হেড

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.