বাংলা নিউজ > ময়দান > মায়াঙ্কের ব্যাটিংয়ে অভিভূত, রোহিত ফিরলেও আগরওয়ালকে খেলানোর দাবিতে সরব প্রাক্তন পাক অধিনায়ক

মায়াঙ্কের ব্যাটিংয়ে অভিভূত, রোহিত ফিরলেও আগরওয়ালকে খেলানোর দাবিতে সরব প্রাক্তন পাক অধিনায়ক

সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মায়াঙ্ক আগরওয়াল। ছবি- টুইটার (@BCCI)।

মুম্বইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরানের পর সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ৬০ রান করেন মায়াঙ্ক।

একটু ভাগ্য এবং অনেকটা দক্ষতা, সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই মায়াঙ্ক আগরওয়ালের ৬০ রানের ইনিংস বিশেষজ্ঞ থেকে সমর্থক, সকলেরই প্রশংসা কুড়িয়েছে। এবার প্রশ্ন হচ্ছে টেস্ট দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা ফিরলে কি মায়াঙ্ক দলে জায়গা পাবেন সলমন বাটের মতে কিন্তু ফর্মে থাকা মায়াঙ্কের ভারতীয় দলে জায়গা পাওয়া উচিত।

মুম্বইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত শতরান করা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকায় ওপেনিংয়ের জন্য মায়াঙ্ক প্রথম পছন্দ ছিলেন না। তবে রোহিত শর্মার পাশপাশি শুভমন গিলও সিরিজ শুরু হওয়ার আগে চোট পাওয়ায় মায়াঙ্কের ভাগ্যে শিঁকে ছেড়ে। সেঞ্চুরিয়ানে সেই সুযোগ সম্পূর্ণভাবে কাজে লাগান কর্ণাটকজাত ওপেনার। এর জেরেই প্রাক্তন পাকিস্তান অধিনায়ক বাটের মতে রোহিত ফিরলেও ভারতীয় দলে মায়াঙ্কের জায়গা পাওয়া উচিত। পরিবর্তে অফ ফর্মের চেতেশ্বর পূজারাকে প্রথম এগারো থেকে বাদ দেওয়ার পরামর্শ দেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে সলমন বাট বলেন, ‘ও (পূজারা) এখন ফর্মে নেই। সুতরাং, রোহিত শর্মা ফিরলে দলে ওর পরিবর্তে রোহিতের জায়গা পাওয়া উচিত। কারণ ফর্মে থাকা ব্যাটারকে দল থেকে বাদ দেওয়া সম্ভব নয়। ওরা শ্রেয়স আইয়ারের ওই পারফরম্যান্সের (কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে) পরেও দল থেকে ওকে বাদ দেয়। ভারত সর্বদা দলের সিনিয়ার ক্রিকেটারদের ব্য়াক করেছে, যেটা ভাল। তবে পূজারার রান করাটা আবশ্যক।’

পূজারা সেঞ্চুরিয়ানে প্রথম ইনিংসে নিজের কেরিয়ারে মাত্র দ্বিতীয়বার প্রথম বলেই শূন্য রানে আউট হন। এই নিয়ে এই বছরে চার বার শূন্য রানে আউট হলেন পূজারা। বহুদিন ধরেই নিজের স্বাভাবিক ছন্দে দেখায়নি তাঁকে। প্রায় তিন বছর আগে ২০১৯ সালের জানুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯৩ রান করার পর আর শতরান আসেনি পূজারার ব্যাট থেকে। তারপর এই নিয়ে ৪৩ ইনিংস খেলে ফেলেছেন ভারতের টেস্ট দলের ব্যাটিং স্তম্ভ হিসেবে পরিচিত পূজারা। তবে খারাপ ফর্মের জেরে দলে তাঁর জায়গা পাওযা নিয়ে প্রশ্ন ছিলই। সেঞ্চরিয়ানের পর সেই প্রশ্ন আরও জোরাল হওয়ারও সম্ভাবনা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK ভয়ে কুঁকড়ে থাকতে রাজি নন, আরসিবির মোকাবিলা করার আগে তাণ্ডবের ইঙ্গিত দিলেন রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.