আইসিসি-র বিচারে ২০২২ সালের আম্পায়ার অফ দ্য ইয়ার অর্থাৎ আইসিসি-র ২০২২ সালের বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন রিচার্ড ইলিংওয়ার্থ। তবে এটি প্রথমবার নয়, ২০১৯ সালেও আইসিসি-র বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছিলেন রিচার্ড ইলিংওয়ার্থ। ২০১৯ সালের পরে ২০২২ সালে ফের জিতলেন আইসিসি আম্পায়ারদের সেরার সম্মান। এই সম্মানকে ডেভিড শেফার্ড ট্রফিও বলা হয়ে তাকে। ফলে দ্বিতীবার ডেভিড শেফার্ড ট্রফি জিতলেন রিচার্ড ইলিংওয়ার্থ।
আইসিসি বৃহস্পতিবার এই তথ্য ঘোষণা করেছে। ২০২২ সালে, ইলিংওয়ার্থ ২৪টি আন্তর্জাতিক ম্যাচের দায়িত্ব গ্রহণ করেন এবং ক্যালেন্ডার বছরে তাঁর সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতা এবং দল ও অধিনায়কদের সঙ্গে তাঁর যোগাযোগ এবং সম্পর্কের ভিত্তিতে এমিরেটস এলিট প্যানেল ম্যাচ অফিসিয়াল হিসেবে তিনি এই সম্মানের জন্য নির্বাচিত হয়েছিলেন। শেষ পর্যন্ত এই সম্মান জেতেন রিচার্ড ইলিংওয়ার্থ। ৫৯ বছরের এই ইংলিশ আম্পায়ার তাঁর দেশের হয়ে ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ক্রিকেট খেলেছেন। ইংল্যান্ডের জার্সি গায়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন।
আরও পড়ুন… নটিংহ্যামকে উড়িয়ে লিগ কাপের ফাইনালে যাওয়ার পথে একধাপ এগিয়ে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
দেশের হয়ে শেষ টেস্টটি খেলেছিলেন ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ১৯৯১ সালে ইংল্যান্ডের হয়ে একদিনের ক্রিকেটে অভিষেক করে ছিলেন তিনি। এই স্পিনার ১৯৯৬ সালে পাকিস্তানের হয়ে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন। একদিনের ক্রিকেটে দেশের হয়ে ২৫টি ম্যাচ খেলে নিয়েছেন ৩০টি উইকেট। টেস্টে ইংল্যান্ডের হয়ে ৯টি টেস্ট ম্যাচ খেলে নিয়েছিলেন ১৯টি উইকেট। তবে আম্পায়ার হিসাবে বেশি খ্যাতি অর্জন করলেন এই ব্রিটিশ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ।
আরও পড়ুন… দলে ধোনির ফাঁকা জায়গা পূরণ করতে চাই- প্রথম T20I তে নামার আগে রাঁচিতে ইশানের শপথ
আইসিসি-র বিচারে ২০২২-এর সেরা আম্পায়ারের সম্মান পাওয়ার পরে, আইসিসি কর্তৃক প্রকাশিত একটি আনুষ্ঠানিক বিবৃতিতে রিচার্ড ইলিংওয়ার্থ বলেছেন, ‘আইসিসি-র বর্ষসেরা আম্পায়ার পুরষ্কার পেয়ে আমি গভীরভাবে সম্মানিত। অনেক লোক, কোচ, সহকর্মী এবং ম্যানেজমেন্ট একজন খেলোয়াড় এবং আম্পায়ার হিসেবে আমার ক্যারিয়ারের উন্নয়নে অবদান রেখেছেন। তাদের ইনপুট যথেষ্ট এবং অমূল্য। এবং আমি চিরকাল তাদের কাছে কৃতজ্ঞ।’
তিনি আরও বলেছেন, ‘আমি ক্রিকেটের প্রতি আবেগপ্রবণ রয়েছি এবং পেশাদার খেলায় অনেক বছর ধরে আমি শিখব এবং নিজেকে বিকাশ করতে থাকব। আমি আমার পরিবারকেও ধন্যবাদ জানাতে চাই যারা বছরের পর বছর ধরে আমার এত বড় অংশ হয়ে আমাকে বাইরে যেতে সমর্থন করেছেন।’ সকল দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘বিশ্বজুড়ে আমার আম্পায়ারিং উপভোগ করুন।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।