ভারত অধিনায়ক বিরাট কোহলির মহিলা অনুরাগীর সংখ্যা নিতান্ত কম নয়। তবে এক পাক তরুণীর কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। চিনে নিন কোহলির পাকিস্তানি ফ্যানগার্ল রিজলা রেহানকে।
1/5পাক তরুণী রিজলা রেহানের কোহলির প্রতি অনুরাগের কথা ভাইরাল হয় ২০১৯ বিশ্বকাপের সময়। সেই সময় এক সাক্ষাত্কারে রিজলা হঠাৎ করেই বলে বসেন যে, ‘মুঝে বিরাট দে দো, প্লিজ মুঝে বিরাট দে দো’।
2/5রিজলা বরাবর ক্রিকেটের ভক্ত। শুধু বিশ্বকাপের সময়েই নয়, বরং তার আগে দুবাইয়ে ২০১৮ এশিয়া কাপের সময়েও গ্যালারিতে দেখা যায় তাঁকে।
3/5২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালের সময় ভারতীয় দলকে সমর্থন করতে ম্যাঞ্চেস্টারে হাজির ছিলেন রেহান।
4/5যদিও পাক তরুণী পরে জানিয়েছিলেন যে, তিনি পাকিস্তান সেমিফাইনালে উঠবে ভেবেই টিকিট কিনেছিলেন।
5/5রিজলা অবশ্য ক্রিকেটের থেকেও বেশি পছন্দ করেন কোহলিকে। সেটা তাঁর আচরণেই প্রকাশ পায় একাধিকবার।