ক্রিকেটের মাঠে অত্যন্ত কঠিন ক্যাচও যেমন দক্ষতার সঙ্গে ধরতে দেখা যায় ফিল্ডারদের, ঠিক তেমনই নিতান্ত সহজ ক্যাচও মিস করতে দেখা যায় বহু ফিল্ডারকে। আবার অনেক সময় সহজ ক্যাচকে কঠিন করে ধরতেও দেখা গিয়েছে অনেককে। তবে সহজ ক্যাচ কীভাবে অতি সহজে ধরা যায়, দেখিয়ে দিলেন জীশান খান।
সহজ ক্যাচ বলে জীশান দু'হাত ব্যবহারই করলেন না। 'এক হাতের খেল' দেখিয়ে তিনি ক্যাচ ধরলেন ডান হাতে। বাঁ-হাতকে কাজেই লাগালেন না। ইউরোপীয়ান ক্রিকেট লিগে গোজো জালমির জীশানের এমন সোয়্যাগ দেখে হেসেই খুন নেটিজেনরা।
ইসিএস মাল্টায় গোজো জালমির সঙ্গে ম্যাচ ছিল ভিক্টোরিয়া লায়ন্সের। মার্সা স্পোর্টস ক্লাবে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে গোজো জালমি। তারা নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬২ রানের বিরাট ইনিংস গড়ে তোলে। ৪টি চার ও ২০টি ছক্কায় মাত্র ৪১ বলে ১৪০ রানের মারকাটারি ইনিংস খেলেন মেহবুব আলি। তিনি ম্যাচের প্রথম ওভারেই ৩টি ছক্কা ও ২টি চার মারেন। পঞ্চম ওভারে পরপর ৫টি ছক্কা হাঁকান মেহবুব। এছাড়া আদনান আনোয়ার করেন ১৪ রান। ভিক্টোরিয়ার আলউইন জন ২ ওভারে ১টি মেডেন-সহ ৮ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
পালটা ব্যাট করতে নেমে ভিক্টোরিয়া লায়ন্স ১০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে মাত্র ৫৪ রান করেন। ১০৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে গোজো জালমি।
দ্বিতীয় ইনিংসের ৩.১ ওভারে বিলাল খানের বলে সহজ ক্যাচ তুলে বসেন লায়ন্সের মিল্টন দেবাসিয়া। জীশান খান এক হাতে ক্যাচ ধরেন।
লায়ন্সের হয়ে আব্দুল ১৭ ও প্রদীপ পুষ্পাঙ্গ ১৬ রান করেন। মিল্টন ৭ বলে ৩ রান করে মাঠ ছাড়েন। বিলাল খান ও ডেভিড মার্কস ২টি করে উইকেট দখল করেন। দুর্দান্ত শতরানের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মেহবুব।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।