বাংলা নিউজ > ময়দান > বিরাট উপহার দিয়েছেন! ফ্রেম করে বাড়িতে বাঁধিয়ে রাখলেন বাংলাদেশের তারকা

বিরাট উপহার দিয়েছেন! ফ্রেম করে বাড়িতে বাঁধিয়ে রাখলেন বাংলাদেশের তারকা

বিরাটের জার্সি সাজিয়ে রেখেছেন মেহেদী হাসান। ছবি- টুইটার 

গত বছর শেষের দিকে বাংলাদেশ সফরে যায় ভারতীয় দল। সেই সফরে বাংলাদেশের ক্রিকেটার মেহেদী হাসানকে নিজের সই করা জার্সি উপহার দেন বিরাট। আর সেই জার্সি ফ্রেমে বাঁধিয়ে রাখলেন বাংলাদেশের ক্রিকেটার। 

বিশ্ব ক্রিকেটের অনেক ক্রিকেটারই যে তাঁর ভক্ত তা প্রকাশ পেয়েছে বিভিন্ন সময়। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান হোক বা বিশ্ব ক্রিকেট কাঁপানো অস্ট্রেলিয়া দলের সদস্য, অনেকেই প্রকাশ্যে বলেছেন তারা বিরাট কোহলির ভক্ত। তাঁর ব্যাটিং থেকে আগ্রাসী মনোভাব অনেকেরই পছন্দের তালিকায়। মাঠে হার না মানা মনোভাব বিভিন্ন সময় মন জয় করে নিয়েছে প্রাক্তন তারকা ক্রিকেটারদের। তিনি বিরাট কোহলি। গত বছর শেষের দিকে বাংলাদেশ সফরে বিরাটের ভক্তের তালিকায় নতুন সংযোজন ঘটে। বাংলাদেশের অলরাউন্ড মেহেদী হাসান বিরাট কোহলির সই করা জার্সি উপহার পান সেই সময়।

২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে অধিনায়কত্বের ব্যাটন সামলান হাসান। এখন তিনি বাংলাদেশের জাতীয় দলের নিয়মিত সদস্য। গত বছর ভারতীয় দলের বাংলাদেশ সফরের সময় এই অলরাউন্ডার বিরাট কোহলি থেকে তাঁর ১৮ নম্বর জার্সি উপহার পান। সেই উপহার পাওয়া জার্সি তিনি তাঁর ঘরে সাজিয়ে রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে, নিজের ঘরের টিভির পাশে একদিকে কাঁচের ফ্রেমে শোভা পাচ্ছে বিরাটের জাতীয় দলের জার্সি। অন্যদিকে রয়েছে মেহেদীর জার্সি। স্বাভাবিকভাবেই ভারতীয় সমর্থক থেকে বিশ্ব ক্রিকেটের সমর্থকদের মনে এই ছবি জায়গা করে নিয়েছে।

গত বছর বাংলাদেশ সফরে দুটি টেস্ট ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলে ভারত। দুই সিরিজে জয় পায় ভারতীয় দল। দুটি ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে দুটি জেতে ভারত। তবে তিনটি একদিনের ম্যাচের মধ্যে ২-১ সিরিজ জিতে নেয় বাংলাদেশ দল। বাংলাদেশ ওডিআই সিরিজ জেতার পাশাপাশি একদিনের সিরিজে সেরা ক্রিকেটার নির্বাচিত হন মেহেদী।

এখনও পর্যন্ত বাংলাদেশের জাতীয় দলের হয়ে ওডিআই, টি-টোয়েন্টি ও টেস্ট ম্যাচ তিনটি ফর্মাটেই অভিষেক হয়েছে তাঁর। অলরাউন্ডার হিসেবে ইতিমধ্যে বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছেন তিনি। ৩৮টি টেস্ট ম্যাচ খেলে নিয়েছেন ১৪৮টি উইকেট। রান করেছেন ১১৯৭। জাতীয় দলের হয়ে ওডিআইতে ৭১টি ম্যাচে করেছেন ৭৭৫ রান। নিয়েছেন ৮৪টি উইকেট। এখনও পর্যন্ত টি-টোয়েন্টিতে ২৩টি ম্য়াচ খেলে রান করেছেন ২৪০। নিয়েছেন ১২টি উইকেট।

বন্ধ করুন