টি-টোয়েন্টি বিশ্বকাপ, পাকিস্তান, তিন নম্বরের ব্যাটার - সাড়ে তিন মাসের ব্যবধানে একসূত্র গেঁথে গেল অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও দক্ষিণ আফ্রিকার কেপটাউন। মেলবোর্নে ভারতকে জিতিয়েছিলেন বিরাট কোহলি। কেপটাউনে সেই কাজটা করলেন জেমিমা রদ্রিগেজ। যে দু'জনের কোলাজ করে ভিডিয়োও পোস্ট করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
রবিবার মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে তিন নম্বরে ৩৮ বলে অপরাজিত ৫২ রান করেন জেমিমা। যে সময় সেই রানটা করেন জেমিমা, তখন যথেষ্ট চাপে ছিল ভারত। তবে দমে যাননি ২২ বছরের তারকা জেমিমা। বরং রিচা ঘোষের সঙ্গে জুটি বেঁধে এক ওভার বাকি থাকতেই টিম ইন্ডিয়াকে জিতিয়ে নেন।
যে মুহূর্তের সঙ্গে অনেকটাই মিল ছিল ২০২২ সালের ২৪ অক্টোবর পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মহারণের। সেই ম্যাচে তিন নম্বরে নেমে ৫৩ বলে অপরাজিত ৮২ রান করেছিলেন বিরাট। কার্যত একাহাতে ভারতকে ম্যাচটা জিতিয়েছিলেন। সেই জয়ের পর বিরাট প্রাথমিকভাবে যে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, সেরকমই কিছুটা করেন জেমিমা। দু'জনের কয়েকটি শটেরও মিল আছে।
তবে জেমিমার থেকে বিরাটের কাজটা যেন আরও কঠিন ছিল। কারণ শেফালি বর্মা রান পান। হরমনপ্রীত কৌরও কিছুটা ছন্দে ছিলেন। তারপর রিচা ঘোষকেও পেয়েছিলেন জেমিমা। যিনি ওই পার্টনারশিপের প্রথমদিকে বাউন্ডারি মারছিলেন। জেমিমা কিছুটা ধরেই খেলছিলেন। কিন্তু বিরাটের ক্ষেত্রে সেটা হয়নি। হার্দিক পান্ডিয়া ছাড়া কাউকে পাশে পাননি কোহলি। হার্দিক ক্রিজে টিকে থাকলেও তাঁকে সেভাবে ছন্দে দেখা যায়নি।
বরং পুরো একাহাতেই ম্যাচটা ঘুরিয়েছিলেন বিরাট। আট বলে ২৮ রান বাকি থাকা অবস্থায় হ্যারিস রউফের ১৯ তম ওভারের শেষ দুটি বল দুটি ছক্কা মেরেছিলেন। তারপর শেষ ওভারে ছক্কাও মেরেছিলেন বিরাট। শেষপর্যন্ত জিতে গিয়েছিল ভারত। যে ম্যাচ শেষ হওয়ার পরে ধারাভাষ্যকার হর্ষ ভোগলে বলেছিলেন, ‘এই ধরনের ইনিংসই বিরাটকে বর্তমান থেকে কিংবদন্তিদের স্তরে নিয়ে চলে আয়।’
বিরাটের সেই ইনিংস থেকে জেমিমা নিজেও অনুপ্রাণিত হয়েছিলেন বলে জানিয়েছেন জেমিমা। এবারের বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের ‘হিরো’ বলেন, 'মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ওই ম্যাচটার কথা মনে আছে। যেখানে অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। ওই ইনিংসের বিষয়ে আমরা কথা বলেছিলেন। '
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)