শুভব্রত মুখার্জি: ওমানে অনুষ্ঠিত পুরুষদের জুনিয়র এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। পুল-এ'তে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই যুযুধান প্রতিপক্ষ। এক শ্বাসরুদ্ধকর ম্যাচের সাক্ষী থাকল দুই দল। ম্যাচে যদিও জেতেনি কোনও পক্ষ। ১-১ গোলে ড্র হয় এই ম্যাচ। ফলে পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল। ওমানের সালালাহতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ম্যাচ দেখতে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। তাদেরকে সাক্ষী রেখেই দুরন্ত হকি খেলল দুই দল।
হাই ভোল্টেজ ম্যাচে লিড নিয়ে নেয় ভারত। কাউন্টার অ্যাটাকিং হকিতে পাকিস্তান ডিফেন্সকে বোকা বানিয়ে দেন শারদানন্দ তিওয়ারি। ম্যাচের ২৪ মিনিটেই লিড নেয় ভারত। তবে বেশিক্ষণ এই লিড ধরে রাখতে পারেনি ভারতীয় দল। এর ঠিক মিনিট ২০-এর মধ্যেই গোল শোধ করে দেয় পাকিস্তান। ৪৪ মিনিটে পাকিস্তানের হয়ে সমতা ফেরান বাসহারত আলি। এই ম্যাচে ড্র হওয়ার ফলে ভারতের পয়েন্ট সংখ্যা দাঁড়াল ৭। তিন ম্যাচে তাদের সংগ্রহ দাঁড়ালো এই ৭ পয়েন্ট। তিনটির মধ্যে ভারতীয় দল দুটি জয় এবং একটি ম্যাচ ড্র করল।
পুল-এ'তে পাকিস্তানের ও সমান সংখ্যক ম্যাচে ভারতের সমান পয়েন্ট রয়েছে। তবে গোল পার্থক্যে এগিয়ে রয়েছে ভারতীয় দল। এই গ্রুপেই অপর ম্যাচে জাপান, চাইনিজ তাইপেকে ১০-১ গোলে হারিয়ে দিয়েছে। ফলে তাদের ঝুলিতে রয়েছে ছয় পয়েন্ট। আর ছয় পয়েন্ট নিয়েই গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে জাপান। ভারত তাদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ১৮-০ গোলের বিরাট ব্যবধানে হারিয়েছিল। ভারত তাদের দ্বিতীয় ম্যাচে জাপানকে ৩-১ গোলে হারিয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারত প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা খেলে। বেশ কিছু পেনাল্টি কর্নারও পায় তারা। যদিও সেইসব থেকে তারা গোল করতে পারেনি। এদিন ভারতীয় গোলরক্ষক আমনদীপ লাকরা দুর্দান্ত খেলেন। না হলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। পাকিস্তানের বেশ কিছু গোলমুখী শট তিনি রুখে দেন। প্রথম কোয়ার্টারে খেলা গোলশূন্য থাকার পরে দ্বিতীয় কোয়ার্টারে ভারত গোল পায়। তৃতীয় কোয়ার্টারের একেবারে শেষে এসে গোল শোধ করে দেয় পাকিস্তান। চতুর্থ কোয়ার্টারও গোলশূন্য ছিল। ফলে ম্যাচ শেষ হয় ১-১ গোলে অমীমাংসিত অবস্থায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।