মাঠের লড়াই শেষ। মাঠের বাইরে দুই বন্ধুর হাসি-ঠাট্টা, মস্করা শুরু। আইপিএল ২০২২-এর মুম্বই বনাম চেন্নাই ম্যাচের শেষে সূর্যকুমার যাদব ও রবীন্দ্র জাদেজার এমনই একটি মজাদার মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুম্বই ফ্র্যাঞ্চাইজি।
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে অত্যন্ত উত্তেজক লড়াই দেখা যায়। শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনার পরে শেষ হাসি হাসে সিএসকে। মহেন্দ্র সিং ধোনি ফের একবার চেন্নাইয়ের পরিত্রাতা হয়ে দেখা দেন। শেষ বলে বাউন্ডারি মেরে ধোনিই মুম্বইয়ের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে যান।
ম্যাচে মুম্বইয়ের হয়ে ৩২ রানের কার্যকরী ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ২১ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। উল্লেখযোগ্য বিষয় হল, সূর্যকুমার মাঠের চারদিকে উদ্ভাবনী শট খেলেন, যেমনটা করতে তিনি অভ্যস্ত। যদিও শেষমেশ মিচেল স্যান্টনারের বলে ডিপ স্কোয়ার-লেগে মুকেশ চৌধরীর হাতে ধরা পড়েন তিনি।
ম্যাচের শেষে সূর্যকুমারের চারিদিকে শট খেলা নিয়েই জাদেজাকে মস্করা করতে শোনা যায়। তিনি সূর্যকুমারকে বলেন, ‘ভাই, কখনও এদিকে মারছিস, কখনও ওদিকে, কোনও একটা দিক তো ছেড়ে রাখ।’ জবাবে সূর্যকুমার বলেন, সঠিক জায়গায় ফিল্ডারকে তো বসিয়ে রেখেছিলিস।' শেষে জাদেজা মজা করে বলেন, ‘ওদিকেই রেখেছিলাম, জানি কখনও না কখনও তো ওদিকে বল যাবেই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।